Asha Parekh

Asha Parekh: কেন অভিনয় ছাড়তে বাধ্য হয়েছিলেন, মুখ খুললেন আশা পারেখ

জীবনের দ্বিতীয় ইনিংস আর শুরু করা হল না। এই আক্ষেপ নিয়েই দিন কাটছে ৬০-এর দশকের গ্ল্যামার কুইনের।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ জুন ২০২২ ১৬:১৫

ইচ্ছে ছিল নতুন উদ্যমে জীবনের ‘দ্বিতীয় ইনিংস’ শুরু করার। ইন্ডাস্ট্রির অত্যাচারে বাধ্য হয়েছিলেন অভিনয় থেকে সরে আসতে । এমনই মন্তব্য বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখের। মুম্বই সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন ‘তিসরি মঞ্জিল’-এর নায়িকা। নায়িকা চরিত্র থেকে সরে আসার পর অভিনেত্রীর কাছে নায়কের মায়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসতে থাকে। অনিচ্ছা সত্ত্বেও অভিনয়কে ভালবেসেই আশা রাজি হন ওই চরিত্রে অভিনয় করতে। শ্যুটিং ফ্লোরের এক দিনের ঘটনা বাধ্য করেছিল তাঁকে অভিনয় জগৎ থেকে সরে আসতে। কী ঘটেছিল সে দিন?

Advertisement

শ্যুটিংয়ে কল টাইম ছিল সকাল সাড়ে ন’টা। ওই ছবির নায়ক এসেছিলেন সন্ধেবেলা। ওই নায়কের জন্য অপেক্ষা করতে হয়েছিল ৬০-এর দশকের সাড়া জাগানো অভিনেত্রীকে। এই অপমান সহ্য করতে পারেননি ‘কাটি পতঙ্গ’-এর নায়িকা। সেই দিনই বলিউডকে ‘বাই বাই’ বলেছিলেন। মাঝখানে অমিতাভের সঙ্গে ‘কালিয়া’ ছবিতে তিনি অভিনয় করলেও তার পর এক বুক অভিমান নিয়েই সরে আসেন বলিউড থেকে। মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আশা নিজে অভিনয় জীবনে আবার ফিরতে না পারার আক্ষেপের পাশাপাশি বলিউডের বিগ-বি’-র দ্বিতীয় ইনিংসের সাফল্যের কথা উল্লেখ করে বলেছেন, ‘‘অমিতাভ ভাগ্যবান, উনি আবার কাজ করার সুযোগ পেয়েছিলেন, আমি পাইনি।’’৬০-এর দশকের এই জনপ্রিয় অভিনেত্রী ঝুলিতে রয়েছে বহু হিট ছবি। আশা পারেখের শারীরিক সৌন্দর্য, সাজ-সজ্জা, শাড়ি পরার ধরন নিয়ে চর্চাও ছিল বলিউডে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন