Arindam Sil

অরিন্দম শীল কি বিজেপি-তে যাচ্ছেন? প্রথম জানালেন আনন্দবাজার ডিজিটালকে

বললেন, ‘‘বিজেপি-র উপরমহলের নেতারা আমার এই সিদ্ধান্তের কথা জানেন।’’

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২১ ১২:১৭
টলি-পাড়ায় জোর গুঞ্জন অরিন্দম শীলকে নিয়ে।

টলি-পাড়ায় জোর গুঞ্জন অরিন্দম শীলকে নিয়ে।

বিজেপি-তে তাঁর যাওয়া নাকি শুধু সময়ের অপেক্ষা। রাজনৈতিক পালাবদলে তিনি নাকি এ বার টলিপাড়ার আরও অনেক সতীর্থর মতোই নতুন দলের সদস্য হতে চলেছেন। অনেকেই নিশ্চিত তাঁর রং বদল নিয়ে। শোনা গিয়েছে, বহু অর্থের বিনিময়ে তিনি দলবদল করছেন।

কিন্তু তিনি নিজে কী ভাবছেন?

Advertisement

আনন্দবাজার ডিজিটালের কাছে প্রথম মুখ খুললেন অরিন্দম শীল। তিনি বললেন, ‘‘না, কথাটা একেবারেই সত্যি নয়। বিজেপি-তে যোগদান করছি না। বিজেপি-র উপরমহল পর্যন্ত জানে, আমি বিজেপি-তে যাচ্ছি না। উপরমহলের নেতারা আমার এই সিদ্ধান্তের কথা জানেন। বিজেপি কেন, রাজনীতিতেই আমার আর কোনও উৎসাহ নেই।’’

হালে হরিহরণ এবং বিক্রম ঘোষের এক মিউজিক ভিডিয়োর পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত অরিন্দম। গত বছর মুক্তি পাওয়ার কথা ছিল তাঁর ছবি ‘মায়া কুমারী’র। লকডাউনের কারণে সেই ছবির মুক্তি পিছিয়ে যায়। চলতি বছরে সেই ছবি মুক্তি পাওয়ার কথা। ছবিতে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আবীর চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, ইন্দ্রাশিস রায়। সেই ছবির শেষবেলার কাজ নিয়েও ব্যস্ত অরিন্দম। বলছেন, ‘‘সিনেমা ছাড়া আমার আর কিছু করার ইচ্ছে নেই।’’ সিনেমার পাশাপাশি শুধু সমাজসেবার কাজটা চালিয়ে যেতে চান বলে জানালেন তিনি।

কিন্তু টলি-পাড়ায় হঠাৎ এই গুঞ্জন? অরিন্দমের বক্তব্য, ‘‘পংক্তি ভরানোর দায় অনেকের আছে তো। তারাই এ সব বলে-লিখে পাতা ভরাচ্ছেন। আমার সঙ্গে এ সবের কোনও সম্পর্ক নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement