Arifin Shuvoo

কলকাতার মেয়ে অর্পিতার সঙ্গে বিচ্ছেদ, বিয়ের সময় স্ত্রীকে নিয়ে কী বলেছিলেন আরিফিন শুভ?

সমাজমাধ্যমে পোস্ট দিয়ে অর্পিতার সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন আরিফিন। এক সময় স্ত্রীকে নিয়ে কোন মন্তব্য করেছিলেন অভিনেতা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৪ ১৯:৫৪
(বাঁ দিকে) অর্পিতা সমাদ্দার (ডান দিকে) আরিফিন শুভ।

(বাঁ দিকে) অর্পিতা সমাদ্দার (ডান দিকে) আরিফিন শুভ। ছবি: সংগৃহীত।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ সমাজমাধ্যমে ঘোষণা করেন তাঁর বিবাহবিচ্ছেদের কথা। প্রায় সাড়ে ৯ বছরের দাম্পত্য জীবন। কলকাতার মেয়ে অর্পিতা সমাদ্দারের সঙ্গে ২০১৫ সালে বিয়ে হয় আরিফিনের। ২০২৪ সালে ২০ জুলাই তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন, সমাজমাধ্যমে পোস্ট দিয়ে সে কথাই জানিয়েছেন শুভ। অর্পিতার সঙ্গে বৈবাহিক সম্পর্কে আর নেই অভিনেতা, সে কথাই জানাতে চেয়েছেন অনুরাগীদের। কয়েক বছর আগে বিয়ের পর অর্পিতাকে নিয়ে কী এমন মন্তব্য করেন অভিনেতা।

Advertisement

বিয়ের আগে থেকেই ঢাকায় পোশাক শিল্পী হিসেবে কর্মরত ছিলেন অর্পিতা সমাদ্দার। ২০১৫ সালে ৬ ফেব্রুয়ারি বিয়ের বছরখানেক আগেই পরিচয় হয়েছিল শুভর সঙ্গে। এরপর বন্ধুত্ব, ভালোলাগা ও ভালোবাসা। সেই সম্পর্কের এক বছর না গড়াতেই শুভ পরিণয়। ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতায় আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয় শুভ ও অর্পিতার। বিয়ের আগে দু’জনেই আশঙ্কা করেছিলেন ভিন্ ধর্ম নিয়ে অশান্তি হতে পারে। তবে তাঁদের ক্ষেত্রে তেমন কিছুই হয়নি।

বিয়ের সময় অর্পিতা বলেছিলেন ‘‘অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে।’’ আর শুভ বলেছিলেন, ‘‘দু’জনই চেয়েছিলাম আমাদের সম্পর্ক একটা পরিণতি পাক। অবশ্য একটা ভয়ও ছিল। আমি মুসলিম, অর্পিতা হিন্দু। ভেবেছিলাম দুই পরিবারে একটু সমস্যা হতে পারে। কিন্ত সে রকম কিছু ঘটেনি। বরং দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছে।’’

আরিফিন সেই সময় জানিয়েছিলেন, জীবনের শেষ দিন পর্যন্ত এই সম্পর্কটা রাখতে চান তিনি। অর্পিতার প্রশংসায় তিনি বলেন, ‘‘অনেক সাধনার পর কোনও ছেলের ভাগ্যে এমন মেয়ে জোটে। আমি যা বলি, ও সেটা মাথা পেতে নেয়। সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমাদের মধ্যে কোনও ঝগড়া হয়নি। ওর মধ্যে এখনো ছেলেমানুষি আছে। আমি সেটাই বেশি উপভোগ করি।’’

সারাজীবন একসঙ্গে থাকার অঙ্গীকার করেছিলেন যাঁরা, মাত্র কয়েক বছরেই বদলে গেল তাঁদের সম্পর্কের সমীকরণ। আরিফিন বিচ্ছেদের কথা ঘোষণা করে লেখেন, ‘‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা, আমরা হয়তো বন্ধু হিসাবেই ঠিক আছি। জীবনসঙ্গী হিসাবে নয়।’’

Advertisement
আরও পড়ুন