Rohan Bhattacharya

Sean-Srijla: ভাঙছে রোহনের সঙ্গে সম্পর্ক, রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে শনের প্রেমে সৃজলা?

টেলিপাড়া বলছে, রোহন ভট্টাচার্য নাকি ‘অতীত’ সৃজলার জীবনে। ধারাবাহিক ‘মন ফাগুন’-এ এক টানা রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে করতে নাকি প্রেমে পড়েছেন শনের! এ দিকে, বেশ কিছু দিন ধরে রোহনও মনোযোগী শরীরচর্চায়। অভিনেতা সেই ছবি ভাগ করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ১৩:১৮
সম্পর্কের টানাপড়েনে রোহন-সৃজলা-শন।

সম্পর্কের টানাপড়েনে রোহন-সৃজলা-শন।

বাতাসে বৈশাখ, এ দিকে মনে নাকি চূড়ান্ত ‘ফাগুন’ শন বন্দ্যোপাধ্যায়-সৃজলা গুহর?

টেলিপাড়া বলছে, রোহন ভট্টাচার্য নাকি ‘অতীত’ সৃজলার জীবনে। ধারাবাহিক ‘মন ফাগুন’-এ এক টানা রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে করতে নাকি প্রেমে পড়েছেন শনের! এ দিকে, বেশ কিছু দিন ধরে রোহনও মনোযোগী শরীরচর্চায়। অভিনেতা সেই ছবি ভাগ করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গে। জানিয়েছেন, খুব শিগগিরিই নতুন অবতারে আসতে চলেছেন। সোহিনী সরকার-রণজয় বিষ্ণুর প্রেম ভাঙার খবর বাসি হওয়ার আগেই ফের বিচ্ছেদের খবরে উত্তাল সোশ্যাল মিডিয়াও। রোহনের অনুরাগীদের আক্ষেপ, ‘রোহনের অবস্থাও না জানি সুবানের মতো হয়!’

এ ভাবেই তাঁরা মনে করে দিয়েছেন কিছু দিন আগে ধারাবাহিক ‘কৃষ্ণকলি’র নায়িকা ‘শ্যামা’ ওরফে তিয়াসা আর সুবান রায়ের বিবাহ বিচ্ছেদের কথা। পাশাপাশি, স্টার জলসার পুরস্কার মঞ্চে শন-সৃজলার পারফরমেন্সে অন্য গন্ধ পেয়েছেন দর্শকেরা। ইদানীং পর্দাতেও তাঁদের রসায়নে যেন বাড়তি জৌলুস!

প্রকৃত ঘটনা কী? কী করছেন এখন তিন জনে? রোহনের ফোনের কলার টিউনে শ্রী রামকৃষ্ণের নামগান! জিম করতে করতেই অভিনেতা ফোন ধরেছেন আনন্দবাজার অনলাইনের। জানিয়েছেন, অভিনেতার ‘পাখির চোখ’ ওয়েব সিরিজ। তাই শরীরচর্চা। প্রশ্ন করার আগেই বলেছেন, ‘‘আমার কানেও এসেছে খবরটি। অবাক হইনি। পাঁচ বছর আগে ধারাবাহিক ‘ভজ গোবিন্দ’-র নায়ক-নায়িকা আমি আর স্বস্তিকা দত্ত। তখনও প্রচণ্ড গুঞ্জন ছড়িয়েছিল। না বুঝে অশান্তি করেছিল সৃজলা। আজ ও বুঝতে পারছে।’’

Advertisement

রোহন আরও যোগ করেছেন, বাবার আকস্মিক মৃত্যু শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি আর তাঁর মা। এত দিন ধারাবাহিক ‘অপরাজিতা অপু’র কারণে মাকে সময় দিতে পারতেন না। তাই এখন দিনের বেশির ভাগ সময়ে মায়ের পাশে ছেলে। কারণ, সৃজলা সারা ক্ষণ ব্যস্ত। ধারাবাহিক এবং শো নিয়ে। স্টার জলসার শো-তে ‘টিপ টিপ বরষা পানি’র সঙ্গে শন-সৃজলার নাচ কিন্তু অন্য কথা বলেছে। রোহন দেখেছেন? অভিনেতার দাবি, ‘‘দেখেছি। অন্যদের মতো আমিও হাসতে হাসতে বলেছি সৃজলাকে, ব্যাপারটা কী? ওর মতে, যে কোনও অভিনেতার সঙ্গে মন দিয়ে কাজ করলেই এই বাড়তি রসায়ন তৈরি হতে বাধ্য।’’

শন গত তিন দিন ধরে শহরের বাইরে। ২৬ এপ্রিল জন্মদিন উপলক্ষে গোয়ায়। সৃজলা শহরেই ছিলেন। ২৫ এপ্রিলেও মন দিয়ে রাত ৩টে পর্যন্ত ভি লাইন স্টুডিয়োয় শ্যুট করেছেন। তাঁর সহ-অভিনেতা ছিলেন শাওন দে। বেশ কিছুটা সময় প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, ঐশী ভট্টাচার্যও ছিলেন তাঁর সঙ্গে। ২৬ এপ্রিল ছুটি ছিল অভিনেত্রীর। তিনি কি শনের জন্মদিনে যোগ দিতে গোয়ায় উড়ে গিয়েছিলেন? প্রশ্ন ছিল ধারাবাহিকের প্রযোজক স্নিগ্ধা বসুর কাছে। তাঁর জবাব, ‘‘শন-সৃজলা প্রচণ্ড পরিশ্রমী। সহ-অভিনেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে, পরিচালকের নির্দেশ মেনে কাজ করেন। আমি কারও ব্যক্তিগত ব্যাপারে তাই আগ্রহী নই।’’ তার পরেই হাসতে হাসতে জানিয়েছেন, ছেলেমেয়েরা মা-বাবাকে জানিয়েই প্রেম করে না! তিনি তো প্রযোজক মাত্র। আর শন-সৃজলা প্রাপ্তবয়স্ক।

Advertisement
আরও পড়ুন