Star Jalsha

Valentine’s Day Special: ফের যুগলে রাহুল-রুকমা! অভিনেতা অকপট, সবটাই প্রেমদিবস উপলক্ষে!

রুকমাও স্বীকার করে নিয়েছেন সে কথা! বলেছেন, ‘‘হ্যাঁ, প্রেমদিবসে আমাদের দেখা যাবে একসঙ্গে’’

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ ২১:০৫
‘দেশের মাটি’র রাজা-মাম্পি পর্ব পর্দা থেকে মুছলেও বাস্তবে কি রয়েই গিয়েছে?

‘দেশের মাটি’র রাজা-মাম্পি পর্ব পর্দা থেকে মুছলেও বাস্তবে কি রয়েই গিয়েছে?

টেলিপাড়ায় গুঞ্জন, রুকমা রায়ের কারণেই নাকি সম্পর্ক টাল খেয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-সন্দীপ্তা সেনের। সেই চর্চা নতুন করে ইন্ধন জোগাল রাহুল-রুকমার শুক্রবারের একটি পোস্ট। হাসিমুখে দু’জনে এক ফ্রেমে। ছবি নিয়ে অভিনেতার মন্তব্য, ‘সবই ১৪ ফেব্রুয়ারি (পড়ুন ভ্যালেনটাইন ডে) উপলক্ষে!’ ছবিতে যেন স্পষ্ট, দুই অভিনেতা উপভোগ করছেন একে অন্যের সান্নিধ্য।

‘দেশের মাটি’র রাজা-মাম্পি পর্ব পর্দা থেকে মুছলেও বাস্তবে কি রয়েই গিয়েছে?
সত্যিই কি কোনও বিশেষ রসায়ন কাজ করছে তাঁদের মধ্যে? বিশেষত রাহুল যখন ছবি দিয়ে এমন একটি মন্তব্য করেছেন! জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল অভিনেত্রীর সঙ্গে। রুকমাও স্বীকার করে নিয়েছেন সে কথা। বলেছেন, ‘‘হ্যাঁ, প্রেমদিবসে আমাদের দেখা যাবে একসঙ্গে। একটি সংবাদ চ্যানেলে। সেখানেই সাক্ষাৎকার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলাম। যেটি সম্প্রচারিত হবে ১৪ ফেব্রুয়ারি। রাহুলদা সে কথাই লিখেছে।’’

Advertisement

দু’জনে কি আবার ছোট পর্দায় ফিরতে চলেছেন? তারই সাক্ষাৎকারে ব্যস্ত? একেবারেই না, দাবি অভিনেত্রীর। জানালেন, ওঁদের জুটি এখনও চর্চিত। তাই হয়তো চ্যানেল থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল দু’জনকে। তার পরেই ক্ষোভ ঝরেছে রুকমার গলায়। তাঁর কথায়, ‘‘এর আগে আমাদের নিয়ে লেখা হল, আমি আর রাহুলদা নাকি একসঙ্গে বেড়াতে গিয়েছি। আমি গেলাম ‘গার্ল গ্যাং’-এর সঙ্গে। রাহুলদা গেলেন তাঁর মতো করে। এত মিথ্যে গুঞ্জন কেন ছড়ানো হয় আমাদের নিয়ে?’’

Advertisement
আরও পড়ুন