Jeetu Kamal

Jitu Kamal-Nabanita: বিচ্ছেদ আসন্ন জিতু-নবনীতার? অভিনেতার দাবি, কাশ্মীর-কন্যাকে বিয়ে করতেও পারি!

জিতুর রসিকতা, তিনি পছন্দসই কাশ্মীরী কন্যা পেলে সেখানেই বিয়ে সেরে ফেলতেও পারেন

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ ১৮:০৬
আলাদা হচ্ছেন জিতু-নবনীতা?

আলাদা হচ্ছেন জিতু-নবনীতা?

টলিপাড়ায় কি এখন বিচ্ছেদের কাল? প্রেমের ভরা মরসুমে ইন্ডাস্ট্রি তোলপাড়, বিয়ে ভাঙতে চলেছে জিতু কমল-নবনীতা দাসের! খুব শিগগিরিই নাকি আইনত বিচ্ছিন্ন হতে চলছেন অভিনেতা দম্পতি। টলিপাড়ায় গুঞ্জন, এ কথা নাকি নিজের মুখে জানিয়েছেন বড় পর্দার ‘সত্যজিৎ রায়’। সেই কারণেই নাকি নবনীতার সঙ্গে একসঙ্গে ফটোশ্যুটও করতে চাননি তিনি। অনীক দত্তের ‘অপরাজিত’ ছবিতে তিনি সম্প্রতি বিশ্ববরেণ্য পরিচালকের ভূমিকায় অভিনয় করেছেন। সেই সময় আনন্দবাজার অনলাইনকে অভিনেতা জানিয়েছিলেন, মনোসংযোগের কারণে তিনি নাকি আলাদা বাড়িতে থাকছেন। সবিস্তার জানতে আনন্দবাজার অনলাইন শনিবার আবারও যোগাযোগ করেছিল অভিনেতার সঙ্গে। জিতুর কথায়, ‘‘সে কী! আমি আর নবনীতা তো ২৭ মার্চ কাশ্মীর বেড়াতে যাচ্ছি।’’

অনীকের ছবির শ্যুট শেষ হতেই দম্পতি বেড়াতে গিয়েছিলেন পাহাড়ে। যাওয়ার আগে সেই খবরও জিতু জানিয়েছিলেন আনন্দবাজার অনলাইনকে। ফিরে এসে ‘দিদি নং ১’-এ শাশুড়ির সঙ্গে অংশও নিয়েছিলেন। সেই সময় একে অন্যকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন জিতু এবং নবনীতার মা। তারপরেও কেন হঠাৎ বিচ্ছেদের গুঞ্জন?

Advertisement

আনন্দবাজার অনলাইনের থেকে জিতু প্রথম জেনেছেন এই খবর। শুনে আকাশ থেকে পড়েছেন। প্রশ্নের জবাবে তাঁর সাফ জবাব, ‘‘এর আগেও এক বার আমাদের বিচ্ছেদের খবর ছড়িয়েছিল। এ বারেও সে রকমই কিছু ঘটেছে। আমি-নবনীতা অভ্যস্ত হয়ে গিয়েছি। আমাদের পরিবার-পরিজনেরাও। শাশুড়ি মা ইদানীং এ সব শুনে আর কোনও প্রতিক্রিয়াই জানান না!’’

এ দিকে টেলি পাড়া বলছে, একটি ধারাবাহিকেও নাকি জিতু-নবনীতার অভিনয়ের কথা হয়েছিল। অভিনেতা সেটিও নাকি বাতিল করেছেন একই কারণে! তবে বিচ্ছেদের পরেও জিতুর সঙ্গে অভিনয়ে নাকি আপত্তি নেই নবনীতার। এ বার মুখ খুলেছেন নবনীতা। তাঁর কথায়, ‘‘এ রকম কিছু তো আমরা জানি না! এমন সুযোগ পেলে কেউ ছাড়ে? তা ছাড়া, ‘মহাপীঠ তারাপীঠ’-এর শ্যুট এখনও চলছে। সেই কাজ ফেলে আরও একটি ধারাবাহিকে অভিনয় করা অসম্ভব আমার পক্ষে।’’ অভিনেতার বক্তব্য, তিনি একটি মেগায় ডাক পেয়েছিলেন। কিন্তু সামনেই অনীকের ছবির প্রচার। তার আগে ছোট পর্দায় অভিনয় করলে তাঁর ভাবমূর্তিতে আঘাত লাগতে পারে। তাই এক্ষুণি তিনি আর কোথাও কাজ করতে চান না। তবে নবনীতার বিপরীতে অভিনয়ের ডাক পেলে প্রয়োজনে অনীক দত্তের সঙ্গে কথা বলে তাঁকে রাজি করাবেন।
তারপরেই দম্পতির রসিকতা, ‘‘আবার বেড়াতে বেরিয়ে যাচ্ছি। কাশ্মীর থেকে ফিরে বরং বিচ্ছেদ, আবার বিয়ের কথা ভাবব।’’ জিতুর আরও সংযোজন, তিনি অবশ্য পছন্দসই কাশ্মীরী কন্যা পেলে সেখানেই বিয়ে সেরে ফেলতেও পারেন। হাসতে হাসতে নবনীতা জানিয়েছেন, ‘ডিসটেন্স রিলেশনশিপ’-এ তাঁর ঘোর আপত্তি

Advertisement
আরও পড়ুন