Shahid kapoor

‘সব পুরুষই কি এ রকম’ প্রকাশ্যে দাম্পত্য কলহ মীরা-শাহিদের?

স্বামীর উপরে রাগ করে পোস্ট দিলেন ইনস্টাগ্রামে। কী করেছেন শাহিদ?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ মে ২০২১ ২২:৪৫
শাহিদ কপূর ও মীরা রাজপুত

শাহিদ কপূর ও মীরা রাজপুত

ক্ষুব্ধ শাহিদ-পত্নী মীরা রাজপুত। স্বামী শাহিদ কপূরের উপরে রাগ করে পোস্ট দিলেন ইনস্টাগ্রামে। অনুরাগীদের কাছে জানতে চাইলেন, ‘সব পুরুষই কি এ রকম’?

কী করেছেন শাহিদ?

Advertisement

ঘর অপরিচ্ছন্ন রাখার জন্য বিরক্ত মীরা। নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন নেটমাধ্যমে। ছবিই পোস্ট করলেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে।

মীরার পোস্ট

মীরার পোস্ট

দেখা যাচ্ছে, ঘরের মেঝের উপরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এক জোড়া সাদা মোজা আর এক জোড়া নীল জুতো। ধূসর কার্পেটে পড়ে রয়েছে সেগুলো। সত্যিই অপরিচ্ছন্ন লাগছে ঘরের মেঝে।

তাঁদের ‘ঘর ঘর কি কাহানি’র ছবি মাঝে মধ্যেই নেটমাধ্যমে প্রকাশ করেন মীরা। কন্যা মিশা এবং পুত্র জেইনকে নিয়ে তাঁদের সংসারের খুঁটিনাটির দিকে চোখ থাকে নেটাগরিকদের।

Advertisement
আরও পড়ুন