Virat Kohli

বিরাট-কন্যাকে ধর্ষণের হুমকি, জয়েন্ট টপারকে কী রায় দিল আদালত?

বিরাট-অনুষ্কার মেয়ে ভামিকাকে ধর্ষণ করার হুমকি দেয় পেশায় সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার এক ব্যক্তি। সেই মামলায় রায় দিল বম্বে আদালত।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ২১:৪১
Picture Of Virat-Anushka

বিরাট-অনুষ্কার মেয়েকে ধর্ষণের হুমকির রায় জানাল বম্বে আদালত। ছবি: সংগৃহীত।

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার মেয়েকে টুইটারে ধর্ষণের হুমকি দিয়েছিলেন এক ব্যক্তি। টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে যায় বিরাট কোহলির দল। তখনই মেয়ে ভামিকাকে ধর্ষণ করার হুমকি দিয়েছিলেন ওই ব্যক্তি। পেশায় সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার। নাম রামনাগেশ আলিবাতিনি। হায়দরাবাদের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। বর্তমানে পিএইচডি করার জন্য চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। ভারতীয় ক্রিকেট তারকার মেয়েকে ধর্ষণের হুমকি দিয়ে গ্রেফতার হন ওই ব্যক্তি।

Advertisement

সোমবার বম্বে হাইকোর্ট রামনাগেশের বিরুদ্ধে দায়ের এফআইআর এবং চার্জশিট খারিজ করে দেয়। বিচারপতি গড়কড়ী এবং বিচারপতি পিডি নায়েকের ডিভিশন বেঞ্চ অভিযুক্ত ওই ব্যক্তিকে নিয়ে বড়সড় রায় দিলেন। পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন বিরাটের ম্যানেজার আকিল্লা ডি’সুজা, ভামিকাকে ধর্ষণের হুমকি দেওয়া ওই ব্যক্তির নামে। অভিযুক্ত ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ফৌজদারি মামলা খারিজ করল আদালত, তাঁর ভবিষ্যতের কথা ভেবেই এই রায় দেয় আদালত।

অভিযুক্ত ওই ব্যক্তি নিজের পক্ষে সাফাই দিয়ে জানান, তিনি জয়েন্ট পরীক্ষার টপার। দেশের নামী আইটি ফার্ম থেকে ইন্টার্নশিপ করেছেন। তাঁর বিরুদ্ধে এর আগে কোনও মামলা দায়ের হয়নি। এই ফৌজদারি মামলা তাঁর কেরিয়ার নষ্ট করে দেবে। বিদেশে মাস্টার্স করার স্বপ্নও ভেঙে যাবে।’’ অভিযুক্তের আর্জিতে সাড়া দেয় আদালত, তাতে সম্মতি জানান বিরাটের ম্যানেজার।

Advertisement
আরও পড়ুন