Virat-Anushka

বিরাটের নম্বর কী নামে সেভ করা অনুষ্কার ফোনে? বলে ফেলেও শেষে দিলেন টুইস্ট

বিয়ের পর পাঁচটা বসন্ত পার করে ফেলেছেন তাঁরা। কন্যাসন্তানের বাবা-মা বিরাট-অনুষ্কা। জীবনে এতটা সময় একসঙ্গে পার করে বিরাটে নিয়ে কোন কথাটা ফাঁস করলেন অনুষ্কা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৫:৪৭
virat kohli and anushka sharma

অনুষ্কা নিজের ফোনে বিরাটের নম্বর কী নামে সেভ করেছেন? ছবি: সংগৃহীত।

এক জন বাইশ গজের সম্রাট, অন্য জন রুপোলি পর্দার রানি। বিরাট কোহলী ও অনুষ্কা শর্মা। ভারতের অত্যতম জনপ্রিয় তারকা দম্পতি। বিয়ের পর পাঁচটা বসন্ত পার করে ফেলেছেন তাঁরা। ইতিমধ্যেই তাঁদের জীবনে এসেছেন কন্যা ভামিকা। তাকে নিয়েই অধিকাংশ ব্যস্ততা। তবে এর ফাঁকেই সময় করে সস্ত্রীক একটি স্পোর্টস পোশাক সংস্থার অনুষ্ঠানে হাজির হন বিরাট। সেখানেই সঞ্চালকের অভিনব প্রশ্নের মুখে পড়েন এই তারকা দম্পতি।

Advertisement

এমনিতেই বিরাট-অনুষ্কার রসায়ন দেখার মতো। এই অনুষ্ঠানে এসে যেন আরও বেশি করে তার প্রমাণ মিলল। কখনও স্বামীকে ব্যঙ্গ করছেন, কখনও অনুষ্কার ছবির সংলাপ বলছেন বিরাট। আইপিএলের মাঝেই ওই অনুষ্ঠানে গিয়ে তাঁদের এই দাম্পত্যের এই দিকটাও তুলে ধরলেন। শুধু যে তাঁরা স্বামী-স্ত্রী, এমনটা নয়। একে অপরের যে তাঁরা বন্ধু, তা দু’জনকে দেখলেই অনুমান করা যায়।

এই অনুষ্ঠানে এসেই সঞ্চালকের প্রশ্নের মুখে পড়েন। সেখানেই ব্যক্তিগত প্রশ্ন করা হয় তাঁদের। অনুষ্কা নিজের ফোনে বিরাটের নম্বর কী নামে সেভ করেছেন? অভিনেত্রী উত্তরে বলেন, ‘পতি পরমেশ্বর’। অনুষ্কার উত্তর শুনে আপ্লুত দর্শক। এই একই প্রশ্ন বিরাটকেও করা হয়। উত্তরে ক্রিকেটার বলেন, তিনি অনুষ্কার নম্বর ‘ডার্লিং’ নামে সেভ করে রেখেছেন। যদিও টুইস্ট এখানেই। এই প্রশ্ন-উত্তর পর্ব শুরু করার আগেই সঞ্চালক বলে দেন, যা-ই প্রশ্ন করা হোক ভুল উত্তর দিতে হবে বিরাট-অনুষ্কাকে।

Advertisement
আরও পড়ুন