Anushka Sharma

মকরসংক্রান্তির দিনে নজির বিরাটের, স্বামীর কৃতিত্ব দেখে প্রতিক্রিয়া অনুষ্কার

মকরসংক্রান্তির দিন স্বামী বিরাট কোহলি ব্যাট হাতে নজির গড়লেন। বাড়ি বসেই প্রতিক্রিয়া দিলেন অনুষ্কা।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ১৯:০৬
বাড়ি বসেই খেলা দেখলেন অনুষ্কা, স্বামীর কৃতিত্বে প্রতিক্রিয়া অভিনেত্রীর।

বাড়ি বসেই খেলা দেখলেন অনুষ্কা, স্বামীর কৃতিত্বে প্রতিক্রিয়া অভিনেত্রীর। ছবি: ইনস্টাগ্রাম।

অনুষ্কা ও বিরাটের দাম্পত্যের বেশ অনেকটা সময় পেরিয়ে গেলেও, ভালবাসা দিন দিন গভীর হচ্ছে তাঁদের। এমনিতে বরাবরই একে অপরের প্রকাশ্যে প্রশংসা করতে পিছপা হননি তাঁরা। এ বারও অন্যথা হল না। মকরসংক্রান্তির দিন স্বামী বিরাট কোহলি ব্যাট হাতে নজির গড়লেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করে সচিন তেন্ডুলকরকেও ছাপিয়ে গেলেন বিরাট। এ দিন বিরাট শতরান করেছেন শুধু নয় ১১০ বলে ১৬৬ রান করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি স্ত্রী অনুষ্কা।

Advertisement
স্বামীর জয়ের খুশিতে প্রতিক্রিয়া অনুষ্কা শর্মার।

স্বামীর জয়ের খুশিতে প্রতিক্রিয়া অনুষ্কা শর্মার। ছবি: অনুষ্কার ইনস্টাগ্রাম

এ দিন মাঠে থাকতে পারেননি অভিনেত্রী। টিভিতেই স্বামীর খেলা দেখছিলেন তিনি। বিরাট কোহলি ইনিংস শেষ করার পর সেই দৃশ্যের ছবি তুলে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে লেখেন, ‘‘আসাধারণ মানুষ তুমি, অনবদ্য একটি ইনিংস খেললে তুমি।’’ পাশাপাশি জুড়ে দেন হৃদয়ের ইমোজি।

এত দিন নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সব থেকে বেশি শতরানের নিরিখে যৌথ ভাবে শীর্ষে ছিলেন সচিন-বিরাট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯টি শতরান রয়েছে সচিনের। গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের নবম শতরান করেছিলেন কোহলি। তিরুঅনন্তপুরমে এল ১০ নম্বর শতরান। অর্থাৎ, একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সব থেকে বেশি শতরানের নজির গড়লেন কোহলি।

Advertisement
আরও পড়ুন