Anushka Sharma -Virat kohli

দেশে ফিরেছেন অনুষ্কা, ছেলে অকায়কে কার মতো দেখতে হয়েছে, জানালেন আলোকচিত্রীরা

ছেলের ছবি তুলবেন না, অনুরোধ অনুষ্কা শর্মার। কিন্তু ছেলে অকায়কে কেমন দেখতে, ফাঁস করে দিলেন আলোকচিত্রীরাই?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৪ ১৫:৫৯
ছেলেকে নিয়ে কী পরিকল্পনা বিরাট-অনুষ্কার?

ছেলেকে নিয়ে কী পরিকল্পনা বিরাট-অনুষ্কার? ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে আইপিএল নিয়ে ব্যস্ত বিরাট কোহলি। এর মাঝে প্রায় তিন মাস বাদে দেশে ফিরলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। চলতি বছর জানুয়ারি মাসে দেশ ছেড়ে লন্ডনে পাড়ি দেন তিনি। সেখানেই ১৫ ফেব্রুয়ারি জন্ম নেয় তাঁদের পুত্রসন্তান অকায় কোহলি। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সাবধানি বিরাট-অনুষ্কা। মেয়ে ভামিকার বয়স তিন বছর। তবু এখনও পর্যন্ত মেয়ের চেহারা প্রকাশ্যে আনেননি দম্পতি। ছেলের ক্ষেত্রে জন্মের আগে থেকেই সাবধানি তাঁরা। ছবিশিকারিদের হাত থেকে বাঁচার জন্য ছেলের জন্ম দিয়েছেন লন্ডনে। দেশে ফিরতেই বিমানবন্দরে অনুষ্কাকে ঘিরে ধরেন ছবিশিকারিরা। তখনই অনুরোধ করেন ছবি তুলবেন, তবে সেই ছবি প্রকাশ করা যাবে না। এক ঝলক দেখান ছেলে অকায়কেও।

Advertisement

ছবিশিকারিদের থেকে মেয়েকে সর্ব ক্ষণই আগলে রেখেছেন কোহলি দম্পতি। এ বার ছেলে অকায়ের ক্ষেত্রেই একই কড়াকড়ি বহাল রাখলেন। ছেলের ছবি তোলা যাবে না— মুম্বইয়ে পা দিয়েই শর্ত বেঁধে দিলেন অনুষ্কা। অভিনেত্রীর কথা রেখেছেন ছবিশিকারিরা। তবে ছেলেকে কেমন দেখতে হয়েছে, সে কথা জানিয়েছেন তাঁরা। ছেলে অকায় একেবারে মায়ের মতো দেখতে। যদিও ভামিকার চেহারার সঙ্গে রয়েছে বাবা বিরাটের মিল। কিন্তু কবে ছেলেকে প্রকাশ্যে আনবেন অভিনেত্রী? সেই প্রসঙ্গে জানা যাচ্ছে, অভিনেত্রী ছেলের ক্ষেত্রে নাকি আরও বেশি সাবধানি। তাই এখন ছেলেকে প্রকাশ্যে আনার কোনও চিন্তাভাবনা নেই কোহলি দম্পতির।

Advertisement
আরও পড়ুন