Dadagiri update

শেষ হল ‘ডান্স বাংলা ডান্স’-এর শুটিং, আবার শুরু সৌরভের ‘দাদাগিরি’

বাঙালিরা অনেকটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। এই ভাবনা নিয়েই আসছে ‘দাদাগিরি’র নতুন সিজ়ন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৩ ১৭:১৬
Sourav Ganguly.

সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

রবিবার শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ হাজরার ইনস্টাগ্রাম স্টোরিতে কিছুটা মনখারাপের আভাস। শেষ হচ্ছে ‘ডান্স বাংলা ডান্স’। শেষ দিনের শুটিংয়ের মুহূর্তের ছবিই নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করলেন তাঁরা। এক দিকে যখন অঙ্কুশ, শুভশ্রী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়দের যাওয়ার পালা, অন্য দিকে আবারও আসছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেখতে দেখতে ১০ নম্বর সিজ়ন আসতে চলেছে ‘দাদাগিরি’র। ১০ বছর মানে এখন অনেকটাই বড় হয়েছে টিম। তাদের ভাবনাও এখন অনেকটাই প্রসারিত। বাঙালি যে একাই একশো, ‘দাদাগিরি’র ১০ নম্বর সিজ়নকে খানিকটা এই ভাবনাতেই সাজাতে চেয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ।

Advertisement

এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে জি বাংলার ‘বিজ়নেস হেড’ নবনীতা চক্রবর্তী বলেন, “দশম সিজ়নে ‘দাদাগিরি’র প্রতি পরতে রয়েছে নতুন চমক। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনার জাদুকাঠিতে যা একেবারে অন্য রকম হবে আশা করি। বাঙালিরা যে ‘রয়েল বেঙ্গল টাইগার’-এর মতোই পরাক্রমশালী, সেটাই প্রতিফলিত হতে চলেছে এ বারের 'দাদাগিরি'তে। আমাদের জি বাংলা টিমের পক্ষ থেকে সমস্ত দর্শকের কাছে অনুরোধ, এ বারও তাঁরা যেন দাদাগিরিকে অফুরান ভালবাসায় ভরিয়ে তোলেন।”

নাচের রিয়্যালিটি শো শেষ হবে খুব শীঘ্রই। তার পরেই শুরু হবে 'দাদাগিরি’র নতুন সিজ়ন। শীঘ্রই প্রকাশ্যে আসবে নতুন সিজ়নের প্রোমো।

Advertisement
আরও পড়ুন