anjana basu

Anjana Basu: প্রচণ্ড কাশি, কথা বলতে কষ্ট, করোনা আক্রান্ত হয়ে নিভৃতবাসে অঞ্জনা বসু

আনন্দবাজার অনলাইনকে অঞ্জনা জানিয়েছেন, গত তিন ধরে তিনি অসুস্থ। এর পরেই করোনা পরীক্ষা করান। শনিবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ১৪:৩৪
করোনা আক্রান্ত অঞ্জনা বসু।

করোনা আক্রান্ত অঞ্জনা বসু।

করোনা আক্রান্ত অভিনেত্রী অঞ্জনা বসু। সব ধরনের সাবধানতা অবলম্বন করে এবং বিধিনিষেধ মেনে বাড়িতেই নিভৃতবাসে অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইনকে অঞ্জনা জানিয়েছেন, গত তিন দিন ধরে তিনি অসুস্থ। এর পরেই করোনা পরীক্ষা করান। শনিবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তাঁর সারা গায়ে অসহ্য যন্ত্রণা, মাথা ভার। জ্বরে ভুগছেন অভিনেত্রী। তার সঙ্গেই রয়েছে প্রবল কাশি। কখনও তা এতটাই বাড়ছে যে, কাশতে কাশতে দম আটকে আসছে অঞ্জনার। কথা বলতেও বেশ অসুবিধা হচ্ছে এই মুহূর্তে। খুবই দুর্বল হয়ে পড়েছেন তিনি।

বর্তমানে ‘পিলু’ এবং ‘মন মানে না’ ধারাবাহিকে অভিনয় করছেন অঞ্জনা। কিন্তু আপাতত কাজ বন্ধ রেখে চার দেওয়ালের ঘেরাটোপে বন্দি থাকতে হবে তাঁকে।

Advertisement

রবিবার সকালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন পল্লবী চট্টোপাধ্যায়ের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। জ্বর, মাথা ব্যথা এবং শারীরিক দুর্বলতায় ভুগছেন তিনিও। বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন পল্লবী।

Advertisement
আরও পড়ুন