Sonam Kapoor

সন্তান জন্মের পর সোনমের মধ্যে এত পরিবর্তন? দেখে চমকে গেলেন স্বামী আনন্দও

তিন মাস হল মা হয়েছেন সোনম কপূর। আর এই কয়েক দিনেই নিজের ভোল বদলে ফেললেন। যা দেখে অবাক নায়িকার স্বামী।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ০৯:৫০
চমকে গেলেন সোনমের স্বামী আনন্দ অহুজা।

ফাইল চিত্র।

২০অগস্ট পুত্রসন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী সোনম কপূর অহুজা৷ সন্তান জন্মের পর থেকে মুম্বইয়ে নিজের বাড়িতেই রয়েছেন নায়িকা। খুব বেশি অনুষ্ঠানেও যেতে দেখা যায়নি নায়িকাকে। অবশেষে দেখা মিলল। বিমানবন্দরের বাইরে সেই যেন পুরনো সোনম।

কালো আর বেজ রঙের মিশেলে ডিজ়াইনার পোশাকে বেশ অন্য রকম দেখাচ্ছিল তাঁকে৷ সন্তান জন্মের পর এই সোনমকে দেখে রীতিমতো তাক লেগে গিয়েছে অনেকের৷ সেই তালিকায় অবশ্য রয়েছেন নায়িকার স্বামী আনন্দ অহুজাও৷

Advertisement

সন্তান জন্মের পর ওজন বাড়া তো স্বাভাবিক ব্যাপার৷ কিন্তু তিন মাস কাটতে না কাটতেই আবারও নিজের পুরনো চেহারায় ফিরে যাওয়া এতটাও সহজ নয়। স্ত্রীকে দেখে এক প্রকার অবাক স্বামী আনন্দ।

প্রসঙ্গত, কিছু দিন আগেই ইনস্টাগ্রামে নিজের মাতৃত্বকালীন যাত্রা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন নায়িকা। ছেলে ভয়ুর জন্ম থেকে তাকে স্তন্যপান করানো, সব নিয়েই কথা বলেন। শুধু তা-ই নয়, পেটে যাতে কোনও দাগ না থেকে যায়, তার উপায়ও বলেছিলেন নায়িকা।

আপাতত সন্তানকে বড় করাই তাঁর মূল লক্ষ্য। কিন্তু তা বলে কাজ থেকে দূরে থাকবেন, তা নয়৷ খুব শীঘ্রই কাজে ফিরবেন নায়িকা।

Advertisement
আরও পড়ুন