Actor

খোকাবাবু এবং সেই নায়িকা: এক হারিয়ে যাওয়া প্রেম কথা

তার পর কেটে গিয়েছে বেশ কিছু বছর। সেই ধারাবাহিকের সঙ্গেই শেষ তাঁদের প্রেমের কাহিনী।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ মার্চ ২০২১ ২০:৪৪
দুই নতুনের ঘনিষ্ঠতায় সেই সময় সরগরম সিরিয়াল পাড়া।

দুই নতুনের ঘনিষ্ঠতায় সেই সময় সরগরম সিরিয়াল পাড়া।

২০১৬ সাল। মুখে মুখে বাংলা ধারাবাহিকের সেই নায়ক-নায়িকার প্রেমের গুঞ্জন। তখনও মোহরের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন না নায়ক। ধারাবাহিকে কাজ করতে করতে নায়িকা নায়কের প্রেমে মশগুল, শোনা যেত গুনগুন রব। দুই নতুনের ঘনিষ্ঠতায় সেই সময় সরগরম সিরিয়াল পাড়া। খোকাবাবুর প্রেম বলে কথা! পর্দার প্রেম নাকি গড়িয়েছিল বাস্তবেও। যদিও সেই নিয়ে আগাগোড়াই স্পিকটি নট ছিলেন নায়ক। সৌজন্য-বোধ বজায় রাখতে মুখে কুলুপ এঁটেছিলেন নায়িকাও।

তার পর কেটে গিয়েছে বেশ কিছু বছর। সেই ধারাবাহিকের সঙ্গেই শেষ তাঁদের প্রেমের কাহিনী।এখন দু’জনেই টলিপাড়ার চেনামুখ। একই চ্যানেলে পরপর সম্প্রচারিত হয় তাঁদের ধারাবাহিক। টিআরপি তালিকাতেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। নায়িকার নীল আকাশে এখন ভালবাসার রোদ। কিছুদিন আগেই সাত পাকে বাঁধা পড়েছেন। স্বামী অন্য চ্যানেলের বিখ্যাত ধারাবাহিকের নায়ক। অন্য দিকে, নায়িকার সেই প্রাক্তন প্রেমিক আপাতত প্রেমে মজে আছেন তাঁর বর্তমান নায়িকার সঙ্গে। তবে নিজের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে নায়ক পাড়ি দিতে চাইছেন আরব সাগরের তীরে।

Advertisement
আরও পড়ুন:
Advertisement
আরও পড়ুন