Shah Rukh Khan

Shahrukh-Mahesh: হলিউডে কাজ করা নিয়ে শাহরুখের ১৪ বছর আগের ভিডিয়ো ভাইরাল!

মহেশ বাবুর বলিউড নিয়ে মন্তব্যের সঙ্গে তুলনায় উঠে এল শাহরুখের পুরনো বক্তব্য!

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ মে ২০২২ ২০:২৫
 শাহরুখ খান এমনি এমনি হওয়া যায় না!

শাহরুখ খান এমনি এমনি হওয়া যায় না!

মহেশ বাবুর বিস্ফোরক মন্তব্য নিয়ে বলিউডে যখন হুলস্থূল, আচমকাই সামনে এল শাহরুখ খানের ১৪ বছর আগের এক ভিডিয়ো ক্লিপ! দু’টি ভিডিয়ো পাশাপাশি রেখে আবারও কথা উঠছে বিস্তর। কোথায় শাহরুখের বিনয় ভেজা স্বীকারোক্তি আর কোথায় মহেশ বাবুর ঔদ্ধত্য! তুলনা হয় নাকি? তা নিয়েই ফের শোরগোল নেট দুনিয়ায়।

কী ছিল শাহরুখের কথায়? সম্প্রতি ভাইরাল হওয়া পুরনো ভিডিয়োটিতে দেখা যাচ্ছে শাহরুখ খান নির্দ্বিধায় বক্তব্য রাখছেন আন্তর্জাতিক মঞ্চে। নিজের সীমাবদ্ধতার কথা সর্বসমক্ষে জানিয়ে বলছেন, ‘‘হলিউডে কাজ করার যোগ্য নই আমি।’’

কিন্তু কেন এমন বললেন কিং খান? কারণ শুনলে আরওই চমকে উঠতে হয়। বলিউডের ‘বাদশা’ মাথা উঁচু করে বলছেন, ‘‘আমার ইংরিজি ভাল নয়। লোকে হেসে ফেলবে।’’

Advertisement

হলিউডে যাওয়ার কি কোনও পরিকল্পনা আছে? প্রশ্ন করা হয়েছিল তাঁকে। শাহরুখ সটান বলেন, “যদি আমাকে বোবা ব্যক্তির চরিত্রে অভিনয় করতে বলা হয়, তবে চেষ্টা করতে পারি। আমি বেশি বিনয়ী হওয়ার চেষ্টা করছি না। তবে আমার তো ৪২ বছর বয়স হল, গায়ের রংও বাদামী। অভিনেতা হিসেবে আমার এমন কোনও বিশেষ খ্যাতি নেই, যা দেখে হলিউড আমায় নিতে চাইবে। কুংফু জানি না, লাতিন সালসা নাচতে পারি না, যথেষ্ট লম্বাও নই। পশ্চিমি দুনিয়ায় স্বপ্নের কারখানার মতো যে সব ছবি তৈরি হয়, তাতে আমায় মানাবে না।’’

এ দিকে মহেশ বাবুর ‘বলিউড ক্যানট অ্যাফোর্ড মি’ মন্তব্য ভাইরাল হওয়ার পরে নিজেই একটি বিবৃতি জারি করেছিলেন তিনি। বলেছিলেন, তিনি সমস্ত ভাষাকেই ভালবাসেন এবং সম্মান করেন। তাঁর দলও স্পষ্ট করতে চেয়েছে, মহেশ বাবুর বলিউডকে খাটো করার উদ্দেশ্য ছিল না। অভিনেতা নাকি শুধু বলতে চেয়েছিলেন, তেলুগু ছবিতে অভিনয় করেই তিনি খুশি।

Advertisement
আরও পড়ুন