Alia Bhatt

Alia Bhatt: ষষ্ঠ শ্রেণিতে প্রথম প্রেমে পড়েছিলেন! কর্ণের কাছে নিজেই কবুল করেন আলিয়া ভট্ট

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর নায়িকাকে জিজ্ঞেস করা হয়েছিল তাঁর প্রেম-জীবনের হালহকিকত। আর তখনই নাকি বোমা ফাটান রণবীর-ঘরনি! জানেন কি, ছোট্টবেলাতেই প্রেমের প্রথম পাঠ পড়া হয়ে গিয়েছিল মহেশ ভট্টের কন্যার? যা শুনে চোখ কপালে ওঠার জোগাড় স্বয়ং কর্ণ জোহরেরও!

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১৮:৫৬
ছোট্ট বয়সেই প্রেমের পাঠ আলিয়ার?

ছোট্ট বয়সেই প্রেমের পাঠ আলিয়ার?

সদ্য সাত পাকে বাঁধা পড়েছেন রণবীর কপূরের সঙ্গে। আলিয়া ভট্টকে দেখে কে বলবে সে কথা? এখনও যেন পাশের বাড়ির পুতুল পুতুল ছোট্ট মেয়ে! জানেন কি, সত্যি সত্যি ছোট্টবেলাতেই প্রেমের প্রথম পাঠ পড়া হয়ে গিয়েছিল মহেশ ভট্টের কন্যার? যা শুনে চোখ কপালে ওঠার জোগাড় স্বয়ং কর্ণ জোহরের!

‘কফি উইথ কর্ণ’র একটি পর্বে যোগ দিয়েছিলেন বছর কুড়ির আলিয়া। সঙ্গে বরুণ ধবন। সেখানেই ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর নায়িকাকে জিজ্ঞেস করা হয় তাঁর প্রেম-জীবনের হালহকিকত। আর তখনই বোমা ফাটান রণবীর-ঘরনি! বলেন সতেরো বছর বয়সের মধ্যেই নাকি তাঁর দু-দুটো প্রেম করা হয়ে গিয়েছিল! হতবাক হয়ে যান কর্ণ!

আলিয়া তখনই ফাঁস করেন, তাঁর জীবনের প্রেমের শুরু ষষ্ঠ শ্রেণিতে! শুনে চক্ষু চড়কগাছ সঞ্চালক কর্ণ এবং বরুণের! মেয়ে বলে কী! ষষ্ঠ শ্রেণির পুচকি মেয়ে প্রেমের কী বোঝে!

Advertisement

আলিয়া তখন খোলসা করেন, ‘‘ঠিক প্রেম নয়, আসলে তখন ক্লাসের একটা ছেলেকে দারুণ লাগত। ওরও ভাল লাগত আমাকে। আমরা দু’জনেই দু’জনের দিকে তাকিয়ে হাসতাম। ওইটুকুই। তবে হ্যাঁ, ঠিকঠাক প্রেম করা শুরু করি ক্লাস টেনে উঠে।’’

দশম শ্রেণির প্রেমে তার পর কী হল?

‘বদ্রীনাথ কি দুলহনিয়া’ বলেন, ‘‘ক্লাস টেনের সেই প্রেম ছিল গভীর। আমরা সত্যিই একে অপরকে ভালবাসতাম। তবে দু’বছর পরে সেই সম্পর্ক ভেঙে যায়। আমার প্রেমিকই ছেড়ে চলে যায় আমাকে!’’

মিষ্টি মেয়ে আলিয়ার প্রেমে হাবুডুবু আসমুদ্র হিমাচল। স্বামী রণবীর কপূর তো বটেই! সেই কন্যেকেই নাকি ছেড়ে গিয়েছিলেন তাঁর প্রথম প্রেমিক! ভাবা যায়?

Advertisement
আরও পড়ুন