Aishwarya Rai

Aishwarya Rai Bachchan: আমি প্রবাদের সেই কচ্ছপ, খরগোশ নই, কেন নিজেই বললেন ঐশ্বর্যা রাই বচ্চন?

আপাতত তিনি ‘কান’-এ। সঙ্গে স্বামী-কন্যা। ঐশ্বর্যা রাই বচ্চনকে দেখে মুগ্ধ অনুরাগীরা। সেই তিনিই বললেন, তিনি নাকি প্রবাদের সেই কচ্ছপ। কেন?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ মে ২০২২ ১৬:৫৮
‘ধীরে চল’ নীতিতে চলছেন ঐশ্বর্যা?

‘ধীরে চল’ নীতিতে চলছেন ঐশ্বর্যা?

প্রতি বারের মতো ‘কান’-এ তাঁকে দেখেই কানাকানি শুরু! এই পঞ্চাশ ছুঁইছুঁই বয়সেও যেন জেল্লা ফেটে পড়ছে রাই সুন্দরীর। তা হলে ছবিতে কেন দেখা যাচ্ছে না ঐশ্বর্যা রাই বচ্চনকে?

এক-আধ দিন নয়, শেষ বার ঐশ্বর্যাকে পর্দায় দেখা গিয়েছে অন্তত চার বছর আগে! হল কী ‘পারো’র? তবে কি বলিউড থেকে পাকাপাকি বিদায় নিয়ে ঘরসংসারেই মন দিতে চাইছেন বচ্চন পরিবারের বৌমা? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগী মহলে। সেই একই প্রশ্ন নিয়ে ঐশ্বর্যার মুখোমুখি সংবাদমাধ্যমও— ‘এত দিন কোথায় ছিলেন?’

Advertisement

এমন কথায় যে খানিক চটেছেন ঐশ্বর্যা, তা বলাই বাহুল্য। তবে সটান জবাবও দিয়েছেন অভিনেত্রী। বলেছেন, ‘‘আমি প্রবাদের সেই কচ্ছপ, খরগোশ নই। পরপর ছবি করে যাওয়ার নীতিতে কখনওই বিশ্বাসী ছিলাম না। বরং যত্ন আর মনোযোগে নিজের কাজ করা এবং বাস্তব পরিস্থিতিকে গুরুত্ব দেওয়াই পছন্দ করি।’’

২০১৮ সালে কমেডি ছবি ‘ফ্যানি খান’-এ শেষ দেখা গিয়েছিল ঐশ্বর্যাকে। তার পর গত চার বছর কোথায় ছিলেন অভিনেত্রী? তারও ব্যাখ্যা দিয়েছেন অভিষেক-ঘরনি। বলেছেন, ‘‘আর সবার মতোই গত দু’বছর করোনার কারণে কাজ করিনি। তার আগের দু’বছরে যাতে গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল সেখানেই দিয়েছি। ছবির পিছনে ছোটার চেয়ে ধীরে চলাই আমার অভ্যেস।’’

আপাতত স্বামী অভিষেক এবং মেয়ে আরাধ্যাকে নিয়ে ‘কান’-এ ঝলমল করছেন ঐশ্বর্যা। এর পরে তাঁকে দেখা যাবে তামিল ছবি ‘পন্নিইন সেলভান’-এ। মনিরত্নমের পরিচালনায় এ ছবিতে অভিনেত্রী থাকছেন যুগ্ম-ভূমিকায়।

Advertisement
আরও পড়ুন