Suhana Khan

বর্ষবরণেই কি সম্পর্কে সিলমোহর সুহানা-অগস্ত্যের! বছর শুরুতেই কোন চমক দিলেন তারকা জুটি?

বড়দিনের ছুটি কাটাতে পরিবার নিয়ে শাহরুখ খান পৌঁছে গিয়েছিলেন আলিবাগের বাংলোতে। গিয়েছিলেন খান পরিবারের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবও। সেই বাংলোর দরজাতেও শাহরুখ-কন্যার সঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনের নাতিকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১৩:০৩
Agastya Nanda and Suhana Khan welcomed the new year together

সুহানা-অগস্ত্যের সম্পর্কে সিলমোহর? ছবি: সংগৃহীত।

বহু দিন ধরেই জল্পনা, সম্পর্কে রয়েছেন সুহানা খান ও অগস্ত্য নন্দা। দুই তারকা সন্তান প্রায় সর্ব ক্ষণই নেটাগরিকের আতশকাচের নীচে থাকেন। তাই একাধিক বার বিভিন্ন জায়গায় ছবিশিকারিদের চোখে একসঙ্গে ধরা পড়ে গিয়েছেন তাঁরা। বর্ষবরণেও সেই ধারাই বজায় থাকল। একসঙ্গেই নতুন বছরকে স্বাগত জানালেন সুহানা-অগস্ত্য। এ ভাবেই প্রেমে সিলমোহর দিলেন তারকা জুটি?

Advertisement

বড়দিনের ছুটি কাটাতে পরিবার নিয়ে শাহরুখ খান পৌঁছে গিয়েছিলেন আলিবাগের বাংলোতে। গিয়েছিলেন খান পরিবারের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবও। সেই বাংলোর দরজাতেও শাহরুখ-কন্যার সঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনের নাতিকেও। তাই বড়দিনেও যে তাঁরা একসঙ্গেই ছিলেন, তা বলার অপেক্ষা রাখে না। বর্ষবরণেও চর্চিত যুগল একসঙ্গে সুসময় ভাগ করে নিলেন।

বর্ষবরণের রাতে।

বর্ষবরণের রাতে। ছবি: সংগৃহীত।

বর্ষবরণের পার্টির জন্য সুহানা বেছে নিয়েছিলেন সাদা সিকুইনড পোশাক। অন্য দিকে অগস্ত্যের পরনে কালো প্যান্ট, কালো শার্ট ও তার উপরে ছাই রঙের জ্যাকেট। অগস্ত্য-সুহানার অন্য বন্ধুরাও ছিলেন বর্ষবরণের পার্টিতে। সেই মুহূর্তের ছবি নিজেই সমাজমাধ্যমে ভাগ করেছেন অগস্ত্য। এই ছবি দেখে বলিউডের অনেকেই নিশ্চিত, সম্পর্কে রয়েছেন তারকা-সন্তান জুটি। এখন তবে কি শুধু আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করার অপেক্ষা মাত্র?

জ়োয়া আখতার পরিচালিত ‘আর্চিজ়’ ছবিতে সুহানা ও অগস্ত্যের অভিনয়ের সফর শুরু। যদিও তার আগে থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে বি-টাউনে চর্চা হয়।

কন্যা বন্ধুদের সঙ্গে ব্যস্ত ছিলেন। অন্য দিকে শাহরুখ বর্ষবরণ করেছেন স্ত্রী গৌরী খান ও কনিষ্ঠ পুত্র আব্রামকে নিয়ে। জামনগরে গিয়ে তাঁরা নতুন বছরকে স্বাগত জানান। বর্ষবরণের রাতে নজর কাড়েন আরিয়ান খানও। মুম্বইয়ের এক নাইটক্লাবে নতুন বছরকে স্বাগত জানান আরিয়ান। সে দিন নাকি সেই পার্টিতে ছিলেন তাঁর চর্চিত প্রেমিকা লারিসে বোনেসিও। পার্টি থেকে আকণ্ঠ মদ্যপান করে বেরিয়ে আসার সময় ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েছিলেন আরিয়ান।

Advertisement
আরও পড়ুন