দিল্লির বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হচ্ছে মঙ্গলবার। —প্রতিনিধিত্বমূলক ছবি।
দিল্লির বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে মঙ্গলবার। দুপুর ২টোয় সাংবাদিক বৈঠক করে ৭০ আসনের দিল্লি বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। কমিশনের একটি সূত্রের খবর, এক দফাতেই নির্বাচন হতে পারে দিল্লিতে। পাঁচ বছর আগে, ২০২০ সালেও এক দফাতেই নির্বাচন হয়েছিল দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্রে।
আগামী ১৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে। নিয়ম অনুযায়ী, ওই সময়ের মধ্যেই নতুন বিধানসভার সদস্যদের নির্বাচিত করতে হবে। সেই হিসাবে ভোটপ্রক্রিয়া ১৫ ফেব্রুয়ারির মধ্যেই শেষ হওয়ার কথা। সোমবারই দিল্লি-সহ একাধিক রাজ্যে সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। আগেই শোনা গিয়েছিল যে, ভোটার তালিকা প্রকাশের পরে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। সেই মতো দিল্লির বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে চলেছে কমিশন।
দিল্লির বিধানসভা ভোটে লড়াই এ বার মূলত ত্রিমুখী। শাসকদল আম আদমি পার্টি (আপ)-র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বিজেপি এবং কংগ্রেসের। গত বিধানসভা ভোটে ৬২টি আসনে জয়ী হয়েছিল আপ। মাত্র ৮টি আসনে জয়ী হয় বিজেপি। কংগ্রেস খাতা খুলতে পারেনি। তবে ১৯৯৮ থেকে ২০১৩ পর্যন্ত একটানা দিল্লির বিধানসভা ভোটে জয়ী হয়েছিল কংগ্রেস। তার পর থেকে জয়ী হয়ে আসছে আপ। এ বার ফের দিল্লি দখলে মরিয়া কংগ্রেস। লোকসভা ভোটে দিল্লিতে জোট করে লড়লেও বিধানসভা ভোটে আপের সঙ্গে জোট হয়নি তাদের। বরং বিজেপি এবং আপকে একাসনে বসিয়ে আক্রমণ শানাচ্ছে হাত শিবির।
অন্য দিকে, কেজরীওয়ালের বাসভবনে ‘বিপুল পরিমাণ’ খরচ-সহ একাধিক অনিয়মের অভিযোগ তুলে প্রচারের সুর বেঁধে ফেলেছে বিজেপিও। ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহিলাদের মাসে আর্থিক অনুদান দেওয়া নিয়েও লড়াই শুরু হয়েছে দলগুলির মধ্যে। দিল্লির ক্ষমতাসীন আপ সরকার তাদের ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’ প্রকল্পে বর্তমানে ১৮ বছর ঊর্ধ্ব মহিলাদের মাসে ১০০০ টাকা অনুদান দিয়ে থাকে। ক্ষমতায় ফিরলে এই অঙ্ক ২১০০ করা হবে বলে জানায় কেজরীওয়ালের দল। তার পাল্টা সোমবার কংগ্রেস ঘোষণা করেছে যে, তারা ক্ষমতায় এলে মহিলাদের মাসে ২৫০০ টাকা দেওয়া হবে।