Aditya Roy Kapur

Aditya Roy Kapoor: কার্তিকের পরেই আদিত্য রায় কপূর, একই দিনে ফের করোনা-হানা বলিউডে

ফের করোনার চোখরাঙানি মুম্বইয়ে। ছাড় পায়নি বলিউডও। অক্ষয় কুমার, কার্তিক আরিয়ানের পরে আক্রান্তের তালিকায় আদিত্য রায় কপূরও।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ জুন ২০২২ ১৮:৪০
করোনায় আক্রান্ত আদিত্য।

করোনায় আক্রান্ত আদিত্য।

ফের ছড়াচ্ছে কোভিড। বাড়ছে আক্রান্তের তালিকা। মুম্বইয়ে নতুন করে আতঙ্কের ছায়া। বাদ যায়নি বলিউডও। অক্ষয় কুমার, কার্তিক আরিয়ানের পরে এ বার করোনা পজিটিভ আদিত্য রায় কপূর।

শনিবার মুম্বই সংবাদমাধ্যমের খবর, মৃদু উপসর্গ রয়েছে আদিত্যর। তবে অসুস্থতার কারণে তাঁর নতুন ছবি ‘ওম: দ্য ব্যাটল উইদিন’-এর প্রচারে প্রভাব পড়তে পারে। তেমনই আশঙ্কা করছেন প্রযোজক-পরিচালকেরা।

Advertisement

বলিউড সূত্রের খবর, ছবির প্রচার ঝলক মুক্তি উপলক্ষে বড়সড় অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল। তবে বাদ সেধেছে আচমকা আদিত্যর করোনায় আক্রান্ত হওয়া। শোনা যাচ্ছে, ঝলক মুক্তির এই অনুষ্ঠানের তারিখ পিছিয়ে দেওয়া হতে পারে।

অ্যাকশন ছবি ‘ওম: দ্য ব্যাটল উইদিন’-এ নায়কের ভূমিকায় আদিত্য। কাহিনিকার রাজ সলুজার দাবি, অ্যাকশন-নির্ভর ছবিতেও বলিষ্ঠ গল্পেই ভরসা রাখছেন পরিচালক আহমেদ খান। ছবিটির প্রযোজনায় এগিয়ে এসেছে জি স্টুডিও।

তবে সবেতেই নতুন করে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে করোনা। শনিবারই এর আগে ইনস্টাগ্রামে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন কার্তিক। রসিকতা করেই লিখেছেন, ‘সব পজিটিভ চলছিল। কোভিডের সহ্য হল না!’

Advertisement
আরও পড়ুন