এ বার ‘দাদাগিরি’র মঞ্চে দেখা যাবে একরত্তি আদিদেব চট্টোপাধ্যায়কে।
সিজনের শুরু থেকে জমজমাট ‘দাদাগিরি ৯’। সৌরভ গঙ্গোপাধ্যায় আকর্ষণের মধ্যমণি। দাদা রোজ সেট থেকে ছবি ভাগ করে নিচ্ছেন নেটমাধ্যমে। লক্ষাধিক অনুরাগী ঝাঁপিয়ে পড়ে সেই সব ছবি দেখছেন। পাশাপাশি, তাঁকে ঘিরে যথারীতি তারকাদের মেলা। এ বার মঞ্চে দেখা যাবে একরত্তি আদিদেব চট্টোপাধ্যায়কে। মা সুদীপা চট্টোপাধ্যায়ের কথায়, শ্যুটের ফাঁকে খেয়ে, ঘুমিয়ে, বিশ্রাম নেওয়ার পাশাপাশি মঞ্চে উঠে নিজের মতো করে আসর জমিয়ে দিয়েছে ছোট্ট আদি। মায়ের সঙ্গে রিলও তুলেছে। সেই রিল নেটমাধ্যমে আসতেই টনক নড়েছে অনুরাগীদের। আনন্দবাজার অনলাইনের কাছে ‘রান্নাঘর’-এর কর্ত্রীর দাবি, এই প্রথম জি বাংলার জনপ্রিয় এই ক্যুইজ শো-এ এত ছোট বাচ্চা অংশ নিল।
শো-এ অবশ্য আদিকে প্রতিযোগী হিসেবে দেখানো হয়নি। অগ্নিদেব-সুদীপার ছোট ছেলে তার মায়ের সঙ্গী হিসেবে ‘দাদাগিরি’র মঞ্চে পা রেখেছে। মা ছাড়া আদিদেবের সঙ্গী আর কে ছিলেন? সুদীপা জানিয়েছেন, অম্বরীশ ভট্টাচার্য, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, জোজো মুখোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, সৌমিলি বিশ্বাস খেলতে এসেছিলেন। সঞ্চালিকা, অভিনেত্রী এও জানিয়েছেন, আগামী বছর আদিদেব হয়তো একাই খেলায় অংশ নিতে পারবে। যদিও একেবারে প্রথমে সৌরভকে দেখে সামান্য ঘাবড়ে গিয়েছিল সে। কেন? ‘রান্নাঘর’-এর সঞ্চালিকার মতে, ‘‘আদি দাদাকে সাদা টি শার্ট, ট্র্যাক প্যান্টে ঘরোয়া ভাবে দেখে অভ্যস্থ। সেখানে সেটে সৌরভ স্যুট, টাইয়ে ঝাঁ-চকচকে। ভীষণ গম্ভীর। তাঁকে ঘিরে লোকের ভিড়। তাই প্রথমে একটু থমকে গেলেও পরে খুব সুন্দর ভাবে সবটা সামলে নিয়েছে।’’
শো-এর শ্যুট হয়ে গিয়েছে বেশ কিছু দিন ধরেই। যদিও সম্প্রচারের তারিখ জানাতে রাজি নন সুদীপা। তাঁর মতে, এই দায়িত্ব জি বাংলার। তবে সেট এবং খেলা দেখে তাঁর বক্তব্য, ‘‘আরও আকর্ষণীয় হতে চলেছে এ বারের সিজন। আরও ঝলমলে সেট। বাকি সিজনের থেকে মজাও বেশি হবে। প্রতিযোগীদের সঙ্গে ‘দাদা’র কথোপকথন বেশি থাকবে।’’