Kartik-Sreeleela Shooting Story

নিরাপত্তারক্ষীদের সামনেই হাত ধরে টানাটানি! শ্রীলীলাকে ঘিরল জনতা, কার্তিক তখন কোথায়?

নায়িকা কিছু বোঝার আগেই তিনি জনতার ভিড়ে আটকে পড়েন। তাঁকে সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হল নিরাপত্তারক্ষীদের। কী করছিলেন নায়ক?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১২:৪২
শ্রীলীলাকে সামনে দেখে হুঁশ খোয়াল জনতা।

শ্রীলীলাকে সামনে দেখে হুঁশ খোয়াল জনতা। ছবি: সংগৃহীত।

নিরাপত্তারক্ষীদের সামনেই শ্রীলীলার হাত ধরে টেনে নিয়ে গেল জনতা! নায়িকাকে সামলাতে গিয়ে হিমশিম খেল প্রশাসন। গত কয়েক দিন ধরেই দার্জিলিঙে কার্তিক আরিয়ানের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত নায়িকা। অনুরাগ বসুর আগামী ছবিতে জুটি বেঁধেছেন তাঁরা। ঘটনার ঝলক ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। আউটডোর শুটিংয়ে অভিনেতারা কতটা নিরাপদ? ভিডিয়ো দেখে প্রশ্ন জেগেছে নেটাগরিকদের মনে।

Advertisement

রবিবার রাতের ঘটনা। সদলবলে শুটিং সারছিলেন অনুরাগ। ভিডিয়ো দেখে যা বোঝা গিয়েছে, তাতে কার্তিক-শ্রীলীলা একপ্রস্ত শুটিং সেরে সম্ভবত অন্যত্র যাচ্ছিলেন। শ্রীলীলা পোশাকের উপরে তোয়ালে জড়িয়ে নিয়েছিলেন। সামনে কিছুটা দূরত্ব রেখে হাঁটছিলেন ছবির নায়ক। পথের দু’পাশে জনতার ঢল। সেই ভিড়ের মধ্যে থেকে আচমকা এক ব্যক্তি নায়িকার হাত ধরে টান দেন। তার পর ভিড়ের মধ্যে মিশে যান তিনি। কাণ্ড দেখে হতচকিত নিরাপত্তারক্ষীরাও। যদিও নিমেষে তাঁরা বিষয়টি সামলে নেন। জনতার হাত থেকে উদ্ধার করেন শ্রীলীলাকে। কার্তিক কিছুটা এগিয়ে থাকায় পিছনে এত ঘটনা ঘটে গিয়েছে, টেরই পাননি!

বিষয়টি বুঝতে পারার পর তড়িঘ়ড়ি তিনি এগিয়ে যান নায়িকার দিকে। তত ক্ষণে শ্রীলীলাও জনতার কবলমুক্ত। দলের সঙ্গে গন্তব্যে এগিয়ে যেতে দেখা যায় তাঁকে। রুপোলি পর্দার নায়ক-নায়িকা সাধারণের চোখে স্বপ্নলোকের বাসিন্দা। তাঁদের কাছাকাছি পেলে তাই ছুঁয়ে দেখার অদম্য ইচ্ছা জাগে অনেকের মনে। শ্রীলীলার সঙ্গেও কি তাই-ই ঘটেছে? বলিউডের অন্দরের গুঞ্জন, নায়ক-নায়িকার সাম্প্রতিক প্রেমের গুঞ্জন সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। তার উপরে কার্তিক ‘ভুলভুলাইয়া ৩’-এর কল্যাণে সুপারহিট। তারই প্রভাবে সম্ভবত হাতের কাছে পেতেই নায়িকাকে ছুঁয়ে দেখতে চেয়েছে তারা।

Advertisement
আরও পড়ুন