30th KIFF

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মালা নয়, উত্তরীয় বদল হল দেব-রুক্মিণীর

পলকে পরিস্থিতি বদল... রুক্মিণীর দেওয়া উত্তরীয়ের উপর যেন দেবের একমাত্র অধিকার। সেটাই কি বোঝালেন মুখ্যমন্ত্রী?

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৫
মমতা বন্দ্যোপাধ্যায় রুক্মিণী মৈত্রের দেওয়া উত্তরীয় পরিয়ে দিলেন দেবের গলায়!

মমতা বন্দ্যোপাধ্যায় রুক্মিণী মৈত্রের দেওয়া উত্তরীয় পরিয়ে দিলেন দেবের গলায়! ছবি: ফেসবুক।

৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সম্ভবত স্মরণীয় হয়ে থাকতে চলেছে। এ বারের উৎসবে বিদেশি অতিথিদের ভিড় বেশি। চেয়ারপার্সন থেকে আমন্ত্রিতদের মধ্যেও অনেক বদল। বদলেছে উদ্বোধনী অনুষ্ঠানের স্থান। সব ছাপিয়ে উৎসব মঞ্চে দেব-রুক্মিণী মৈত্রের উত্তরীয় বদল! সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসব মঞ্চ থেকে এক ঝাঁক তারকা অতিথিদের সাক্ষী রেখে কিসের ইঙ্গিত দিলেন তিনি?

Advertisement

খেলার দুনিয়া থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় হয়ে আর্জেন্টিনার পরিচালক পাবলো জাস্টিনো সিজ়ার— সকলেই উদ্‌যাপনে শামিল। মুখ্যমন্ত্রীর ডান পাশে আসীন সাংসদ-অভিনেতা দেব। বাঁ পাশে সৌরভ। অভ্যাগতদের আপ্যায়নের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মাননা। সঞ্চালক জুন মালিয়া, যিশু সেনগুপ্তের আহ্বানে মঞ্চে উপস্থিত রুক্মিণী মৈত্র।

হাসিমুখে ‘দিদি’কে উত্তরীয় পরাতে যেতেই পলকে পরিস্থিতির বদল। অভিনেত্রীর হাত থেকে উত্তরীয় নিয়ে সটান পাশে দাঁড়ানো দেবের গলায় পরিয়ে দিলেন তিনি! সাধারণত, সম্মাননা যাঁকে জানানো হয় তিনি উত্তরীয় রাখেন। কিন্তু এখানে মুখ্যমন্ত্রী চিরাচরিত সেই পথে হাঁটলেনই না! রুক্মিণীর দেওয়া উত্তরীয়ের উপর যেন দেবের একমাত্র অধিকার। সেটাই যেন বোঝালেন মুখ্যমন্ত্রী।এর মাধ্যমেই কি তিনি দুই তারকার ভবিষ্যৎ নিয়ে আগাম আভাস দিলেন? উত্তর দেবে সময়।

Advertisement
আরও পড়ুন