New Bengali Movie

হৃদয়ের ‘বরবাদ’ ছবিতে শাকিবের সঙ্গে রিয়া, ইধিকার মতোই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনেত্রী?

ইতিমধ্যেই কলকাতা আর মুম্বইয়ে শুটিং সেরে ফেলেছেন। শীঘ্রই বাংলাদেশ উড়ে যাবেন ছবির বাকি অংশের শুটিংয়ের জন্য।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১৭:৫২
‘বরবাদ’ ছবিতে রিয়া গঙ্গোপাধ্যায়, শাকিব খান।

‘বরবাদ’ ছবিতে রিয়া গঙ্গোপাধ্যায়, শাকিব খান। ছবি: ফেসবুক।

২০২৪ তাঁকে দাম্পত্যে ব্যথা দিয়েছে। সেই ২০২৪-ই তাঁকে শাকিব খানের সঙ্গে পর্দাভাগের সুযোগ করে দিল! আনন্দে ভাসছেন ছোট পর্দার জনপ্রিয় খলনায়িকা রিয়া গঙ্গোপাধ্যায়। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। এ-ও শোনা যাচ্ছে, পর্দায় নাকি নায়িকা ইধিকা পালের দিদির চরিত্রে তাঁর দেখা মিলবে।

Advertisement

তা হলে বাংলাদেশের প্রথম সারির নায়ক আপনার জামাইবাবু? আপনার সঙ্গেও তো তা হলে পর্দায় শাকিব খানের রসায়ন থাকার কথা?

আনন্দবাজার অনলাইনের প্রশ্নে বাঁধভাঙা হাসি। নিজেকে সামলে রিয়া বললেন, “আমাকে কী ভাবে দেখা যাবে তা পর্দার জন্য তোলা থাক। আমি এখন কিছুই বলতে পারব না। তবে এটা বলতে পারি, যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রেই আপনারা দেখতে পাবেন আমাকে।” কখনও ‘মিঠিঝোরা’, কখনও ‘অমর সঙ্গী’ ধারাবাহিক, নিয়মিত ছোট পর্দায় দেখা যায় তাঁকে। সে সব আপাতত স্থগিত। রিয়া মন দিয়েছেন বাংলাদেশের ছবিতে। ইতিমধ্যেই কলকাতা এবং মুম্বই জুড়ে অনেকটাই শুটিং সেরে ফেলেছেন। খবর, ভিসা সমস্যা মিটলেই তিনি উড়ে যাবেন বাংলাদেশ। এ ছাড়াও, মুম্বইয়ে আরও কিছু দিনের শুটিং বাকি। এখন ইধিকার সঙ্গে শুটিং চলছে।

যদি সত্যিই রিয়া পর্দায় ইধিকার দিদি হন তা হলে তাঁর সাজ কেমন হবে? যথারীতি চুপ অভিনেত্রী। তিনি মুখ না খুললে কী হবে, টলিপাড়ায় চর্চা, রিয়াকে নাকি একদম রূপটান ছাড়া দেখা যাবে। তাঁর সত্যিকারের চুলে লম্বা বিনুনি। চোখের তলায় জমে থাকা সত্যিকারের কালি— এ সব নিয়েই ধরা দেবেন। তাঁর সঙ্গে ইধিকাও যে যে দৃশ্যে থাকবেন সেই সব দৃশ্যে রূপটান নিচ্ছেন না। চরিত্র নিয়ে সবিস্তার না জানালেও রসিকতা করেছেন, ও পার বাংলায় গিয়ে শাকিবের সঙ্গে ছবি তোলার সময় তিনি নিখুঁত সাজবেন।

আর এই কারণেই রিয়া গত বছরের কাছে ঋণী। বললেন, “মাস দুয়েক আগেও চোখের জল ফেলতে ফেলতে দিন কেটেছে। এখন উত্তেজনায় ফুটছি।” ২০২৫ তাঁকে হতাশ করবে না, এমনই আশা অভিনেত্রীর।

Advertisement
আরও পড়ুন