Priyanka Chopra in India

ভারতে এসেছেন প্রিয়ঙ্কা চোপড়া, নতুন করে কার সঙ্গে বন্ধুত্ব পাতালেন নিক-ঘরনি?

রবিবার সকালে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক ছবি ও ভিডিয়ো ভাগ করে নিয়েছেন ‘দেশি গার্ল’। রাজস্থানের জয়পুরে তিনি উঠেছেন এক বিলাসবহুল হোটেলে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১৮:২৩
Image of Priyanka Chopra

শীঘ্রই প্রিয়ঙ্কা চোপড়াকে দেখা যাবে ভারতীয় ছবিতে। ছবি: সংগৃহীত।

নিজের দেশ ছেড়ে হলিউডে পেতেছেন সংসার, কাজও করছেন সেখানেই। তবু দেশ ছেড়ে কি থাকা যায়। গত কয়েক মাসে মাঝে মধ্যেই প্রিয়ঙ্কা চোপড়াকে দেখা গিয়েছে ভারতে। নতুন করে এ দেশে ছবির কাজও শুরু করবেন বলে শোনা গিয়েছে। এরই মধ্যে ফের তিনি দেশে ফিরেছেন। এ বার এসেছেন রাজস্থানে। রাজকীয় সফরে মুগ্ধ অভিনেত্রী।

Advertisement

রবিবার সকালে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক ছবি ও ভিডিয়ো ভাগ করে নিয়েছেন ‘দেশি গার্ল’। রাজস্থানের জয়পুরে তিনি উঠেছেন এক বিলাসবহুল প্রাসাদ রিসোর্টে। সেখানকার মহল, খাওয়াদাওয়া থেকে স্থানীয় শিল্পীর সঙ্গীত নিবেদন— সবই তুলে ধরেছেন অভিনেত্রী। আর সব থেকে বেশি মন কেড়েছে বাগানে ঘুরে বেড়ানো ময়ূর। রবিবার সকালে ঘুম চোখ খুলে তাকেই প্রিয়ঙ্কা বন্ধু বলে সম্বোধন করেছেন।

মনোরম দৃশ্যপটে দেখা যায় একটি ময়ূর লেজ ঝুলিয়ে বসে রয়েছে বাগানের প্রাচীরে। আবার একটি ময়ূরকে দেখা যায় ঘুরে বেড়াতে। প্রাক্তন বিশ্বসুন্দরীকে দেখে বুঝি খুশি ময়ূরেরাও। তাই সুন্দরীর ক্যামেরার লেন্সে নাচ দেখিয়ে দিতেও বিন্দুমাত্র দ্বিধা নেই তাদের। ঠিক একই ভাবে অভিনেত্রীর মন জয় করতে স্থানীয় শিল্পীরা তাঁদের বাদ্যযন্ত্রে তুলেছেন লোকসুর। আর খাওয়ার পাতে প্রিয়ঙ্কা বেছে নিয়েছেন রাজস্থানের নিজস্ব থালি। সেখানে নজর কাড়ছে শিঙাড়া, চাটনি-সহ নানা পদ।

দীর্ঘ দিন পর প্রিয়ঙ্কাকে দেখা যাবে কোনও ভারতীয় ছবিতে। এসএস রাজামৌলীর এ ছবিতে মহেশ বাবু, পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে তাঁকে দেখা যাবে। তবে ছবিটির নাম এখনও স্থির হয়নি।

এরই পাশাপাশি হলিউডের কাজ চলছে পুরোদমে। শীঘ্রই ইদ্রিস এলবা এবং জন সিনার সঙ্গে ‘হেডস অফ স্টেট’ ছবিতে দেখা যাবে তাঁকে। রুশো ব্রাদার্সের আমেরিকান ওয়েব সিরিজ ‘সিটাডেল ২’-তে তিনি নাদিয়ার চরিত্রে ফিরছেন তিনি। এই সিরিজ়ের শুটিং শেষ হয়েছিল ২০২৪ সালের নভেম্বর নাগাদ। তবে ‘সিটাডেল ২’ কবে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি।

Advertisement
আরও পড়ুন