bhasha divas

মাতৃভাষাকে ভালবেসে প্রাণ দিয়েছিলেন তাঁরা, সেই শহিদদের স্মৃতিচারণে জয়া

ইনস্টাগ্রামে পোস্ট করলেন একটি ছবি। লিখলেন সে দিনের ইতিহাস।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৩৯
অভিনেত্রী জয়া এহসান

অভিনেত্রী জয়া এহসান

সালাম, রফিক, বরকত, শফিউয়ের দিন ২১ ফেব্রুয়ারি। তাঁদের রক্তে রাঙানো মাতৃভাষা দিবস। ৬৯ বছর আগে ঠিক এ দিনে ওপার বাংলায় লক্ষ লক্ষ মানুষ নিজের ভাষার জন্য লড়াই করেছিলেন। এত বছর বাদেও সেই সালাম, রফিক, বরকত, শফিউয়ের স্মৃতি ফিকে হয়ে যায়নি। বাংলাদেশের আরও বহু মানুষের মতোই সেই দিনটির কথা মনে করালেন অভিনেত্রী জয়া আহসান। ইনস্টাগ্রামে পোস্ট করলেন একটি ছবি। লিখলেন সে দিনের ইতিহাস।

জয়ার পোস্ট করা সাদা কালো ছবিতে দেখা যাচ্ছে, একটি হাতের উপর ‘অ’ অক্ষরটি বসানো। যেন সেই অক্ষরটিকে রক্ষা করছে ওই হাত। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কথা, আন্দোলনের শহিদদের কথা, ১৯৭১-এর মুক্তি যুদ্ধের কথাও মনে করিয়ে অভিনেত্রী লিখলেন, ‘এই শহীদ মিনারের সঙ্গে মায়ের ভাষার প্রতি আমাদের ভালবাসা জেগে থাকুক পৃথিবীর কোণে কোণে’।

Advertisement

‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।/ চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি’-র কথাগুলোর মতোই মায়ের ভাষাকে ভালবাসার কথা ফিরে এল অভিনেত্রীর বক্তব্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement