Gauhar Khan

৪০তম জন্মদিনের আগেই মা হলেন ‘বিগ বস্‌’ বিজেতা গওহর খান

২০২০ সালে সুরকার ইসমাইল দরবারের ছেলেকে বিয়ে। বিয়ের তিন বছরের মাথায় মা হলেন গওহর খান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ মে ২০২৩ ০৯:১৪
Picture of gauhar khan and zaid darbar

মা হলেন গওহর। ছবি: সংগৃহীত।

দ্বিতীয় বছরের বিবাহবার্ষিকীর আগেই গত বছর সুখবরটা দিয়েছিলেন অভিনেত্রী গওহর খান। ২০২০ সালে সুরকার ইসমাইল দরবারের ছেলে জায়েদের সঙ্গে নিকাহ করেন অভিনেত্রী। গওহরের তুলনায় বয়সে প্রায় ১১ বছরের ছোট নৃত্য প্রশিক্ষক জায়েদকে বিয়ে করায় কম কটাক্ষ শুনতে হয়নি। তবে কটু কথায় বিশেষ কান দিতে নারাজ অভিনেত্রী। বৃহস্পতিবার রাতে সুখবর দেন ‘বিগ বস ৭’-এর বিজয়ী গওহর। পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী।

Advertisement

মা হওয়ার পর নিজের সমাজমাধ্যমে সুখবর ভাগ করে নিয়ে অভিনেত্রী লেখেন, ‘‘আসসালাম ওয়ালাইকুম! আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের অফুরান খুশির ঠিকানা এই পৃথিবীর আলো দেখেছে ১০ মে। আমরা বুঝতে পারছি আসল খুশির অর্থটা কী হয়। পুত্রসন্তানের বাবা-মা হলাম। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতটা ভালবাসার জন্য। ইতি— কৃতজ্ঞ এবং সদা হাসতে থাকা বাবা-মা, জায়েদ ও গওহর।’’

গওহরের মা হওয়ার খবরে তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে বলিউডের একাধিক তারকা। অনুষ্কা শর্মার লেখেন, ‘‘অভিনন্দন।’’ সমীরা রেড্ডি বলেন, ‘‘শুভেচ্ছা।’’ দিয়া মির্জা বলেন, ‘‘অনেক অনেক অভিনন্দন।’’ কিশ্বর মার্চেন্ট বলেন, ‘‘মাসাআল্লাহ! তোমাদের অনেক অভিনন্দন জানাই।’’

Advertisement
আরও পড়ুন