Tiyasha Roy

বিয়ে ভাঙতে চেয়েছিলেন মানসিক নির্যাতনে! সেই স্বামীর সঙ্গেই বিবাহবার্ষিকী সেলিব্রেশনে মাতলেন ‘শ্যামা’

নীলাম্বরী শাড়ি,গা ভরা গয়নায় শ্যামা মোহময়ী। সুবানও সেজেছিলেন একই রঙের পাঞ্জাবিতে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২০ ১৮:৩৯
সুবান-তিয়াসা

সুবান-তিয়াসা

গত তিন বছর ধরে অক্টোবরে এই রেওয়াজ নাকি চালু করেছেন সুবান-তিয়াসা রায় যে গোটা দিন ম্যাচিং ম্যাচিং পোশাক পরবেন।

কারণ?২০১৭-র অক্টোবরেই তাঁরা ‘ম্যারেড কাপল’ হয়েছিলেন, সেই জন্য। এই দিন মনে রেখে রং মিলান্তি খেলা চলেছে তাঁদের দাম্পত্যে।

Advertisement

এই বছর কী করলেন তাঁরা?

নীলাম্বরী শাড়ি,গা ভরা গয়নায় শ্যামা মোহময়ী। সুবানও সেজেছিলেন একই রঙের পাঞ্জাবিতে। মালা বদল, তিন ডেকারের কেক কাটা---সব করেছেন তাঁরা।

অথচ, তিয়াসা যখন ‘কৃষ্ণকলি’ মেগায় ‘শ্যামা’ হিসেবে খ্যাতি পাচ্ছেন তখনই বিয়ে প্রায় ভাঙতে বসেছিল তাঁদের। টেলিপাড়ায় গুঞ্জন শোনা গিয়েছিল, তিয়াসাকে নাকি মানসিক নির্যাতন করেন সুবান। অভিনেত্রীর রোজগারের মোটা অংশ দিতে হয় শ্বশুরবাড়িকে। উঠতে বসতে যথেষ্ট শাসনও নাকি করেন।

3rd Marriage Anniversary Celebration 💜💜💜 #marriageanyvarsary #celebration #couplegoals #cakecutting #loveislove #subantiyasha 💟💟💟

A post shared by Tiyasha Roy (Official) (@roy.tiyasha_krishnakoli) on

বিবাহবিচ্ছেদের কথাও নাকি বছর দুয়েক আগে ভেবেছিলেন তিয়াসা। স্বামী, শ্বশুরবাড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছিলেন বলে শোনা গিয়েছিল। পরে যদিও পুরোটাই জল্পনা এবং গুজব বলে উড়িয়ে দেন ‘শ্যামা’ ওরফে তিয়াশা রায়।

আরও পড়ুন: কখনও শাড়ি, কখনও গাউন, এই পুজোতে অন্য লুকে প্রিয়াঙ্কা

জানিয়েছিলেন, সুবানের সঙ্গে তাঁর কোনও সমস্যা নেই।

আরও পড়ুন: বিকিনি বিতর্ক থেকে সুপ্রিম কোর্টে মামলা, খুশবুর নামে রয়েছে শরবত-শাড়ি-কফিও!

Advertisement
আরও পড়ুন