‘খাদান’ কি ‘পুষ্পা ২’-এর দাপটে কোণঠাসা? ছবি: সংগৃহীত।
ডিসেম্বরের গোড়ায় মুক্তি। মাস জুড়ে প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’-এর দাপট। বড়দিনেও যার জেরে তিনটি নতুন বাংলা ছবি কোণঠাসা। তার মধ্যে অন্যতম দেবের ‘খাদান’। ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তাঁর ছবি। ছবিমুক্তির আগে বুধবার সমাজমাধ্যমে ক্ষোভে ফেটে পড়লেন তিনি। নাম না-করেই বিঁধলেন দক্ষিণী ছবিকে। লিখলেন, “এখনও ‘খাদান’-এর অগ্রিম বুকিং শুরু হয়নি বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছি। এর জন্য দায়ী ভিন্ন ভাষার ছবি।” সাম্প্রতিকতম খবর, প্রিয়া প্রেক্ষাগৃহে শো পাচ্ছে দেব-যিশু সেনগুপ্ত, অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল অভিনীত ছবিটি। প্রেক্ষাগৃহের কর্ণধার অরিজিৎ দত্ত আনন্দবাজার ডট কমকে বলেছেন, “ বড়দিন উপলক্ষে চারটি বাংলা ছবি মুক্তি পাচ্ছে। ফলে, কোন শো কোন ছবিকে দেওয়া হবে তাই নিয়ে আলোচনা চলছে। তবে ‘খাদান’ প্রিয়ায় দেখানো হবে।”
সম্প্রতি, ‘পুষ্পা ২’-এর নায়ক অল্লু অর্জুন আইনি গেরোয় ফেঁসেছেন। তাঁর ছবি দেখতে এসে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর কিশোর পুত্র। এই ঘটনার জেরে হাজতবাসও করতে হয়েছে তাঁকে। এই ঘটনা তাঁর ছবির প্রচার দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গেও ছবির দাপট তাই অক্ষুণ্ণ। টলিউডে গুঞ্জন, একা দেবের ‘খাদান’ নয়, ‘সন্তান’, ‘চালচিত্র’ ছবিরও একই অবস্থা। এই ছবিগুলিও একই ভাবে প্রেক্ষাগৃহ পাচ্ছে না বলেই খবর।
পোস্ট অনুযায়ী, রাজ্যের হলমালিক, পরিবেশকদের ভূমিকায় দেব যথেষ্ট ক্ষুণ্ণ। সেই অনুভূতি তাঁর লেখা প্রতিটি বাক্যে ছড়ানো। শুধুই অগ্রিম বুকিং নয়, নির্দিষ্ট সংখ্যক শো পাওয়া নিয়েও লড়াই জারি রাখছেন তিনি, এমনই বক্তব্য প্রযোজক-অভিনেতার। ‘খাদান’ ছবির পরিচালক সুজিত রিনো দত্তও কি একই ভাবে হতাশ? প্রশ্ন ছিল তাঁর কাছে। আত্মবিশ্বাসী পরিচালকের কথায়, “আমার কাজ ছবি পরিচালনা। সেখানে কোনও ফাঁকি নেই। সেই জায়গা থেকেই বলছি, দুটো দিন যাক। ‘খাদান’ নিজের জোরে প্রেক্ষাগৃহে জায়গা পাবে।” ‘খাদান’ ছবির পরিবেশনার দায়িত্বে বাবলু দামানি। তিনি অবশ্য বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ।