Celebrity Gossip

মা-বাবার অভাব অনুভব করছেন ‘পর্ণা’! হঠাৎ কী এমন ঘটল ‘নিম ফুলের...’ নায়িকার?

অভিনেত্রী শুক্রবার রাত থেকে একের পর এক ফোন পাচ্ছেন। হঠাৎ কেন মা-বাবার জন্য মনখারাপ তাঁর? প্রশ্ন অনুরাগীদের।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৫
মা-বাবার জন্য পল্লবী শর্মার কেন বিষণ্ণ?

মা-বাবার জন্য পল্লবী শর্মার কেন বিষণ্ণ? ছবি: ফেসবুক।

‘যার চলে যায়, সেই বোঝে হায়! বিচ্ছেদে কী যন্ত্রণা...’ মনখারাপে মোড়া একটা পোস্ট জ্বলজ্বল করছে তাঁর সমাজমাধ্যমের পাতায়। নীচে লেখা, “বাবা তোমাকে মিস করছি, মা তোমাকেও।” পল্লবী শর্মা। ধারাবাহিক ‘নিমফুলের মধু’র চর্চিত নায়িকা ‘পর্ণা’। ছোটবেলায় মা-বাবাকে হারিয়েছেন। জীবনের প্রতিটি বাঁকে লড়াই। একের পর এক বাধা টপকে পল্লবী ছোট পর্দার দর্শকদের প্রিয়। সেই তিনিই শুক্রবার বিষণ্ণতায় ভুগেছেন! মা-বাবাকে নতুন করে মনে পড়েছে তাঁর।

Advertisement

নায়িকার পোস্ট দেখে স্বাভাবিক ভাবেই মন্তব্য বাক্সে হাজার সান্ত্বনা। অনুরাগীরা তাঁকে সাহস জুগিয়েছেন। পাশে থাকার বার্তাও দিয়েছেন। কয়েক হাজার নেটাগরিক প্রতিক্রিয়া জানিয়েছেন এই পোস্টে। পল্লবী কি নতুন কোনও সমস্যায় ভুগছেন? তাই কি বেশি করে মা-বাবাকে মনে পড়ছে তাঁর? জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। এমন কথা শুনে আকাশ থেকে পড়েছেন তিনি। সবিস্তার শোনার পরে বলেছেন, “ফেসবুকে আমার কোনও ‘অ্যাকাউন্ট’ বা ‘পেজ’ নেই। শুধু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। তাতেও খুব বেশি পোস্ট নেই। এই বিষয়টা কাউকে বোঝাতে পারি না।” তাঁর দাবি, এই ভুয়ো অ্যাকাউন্ট থেকে প্রায় রোজ কিছু না কিছু ‘ভুলভাল’ পোস্ট করা হয়। নেটাগরিকেরা সেই সব বার্তা বিশ্বাস করে নেন।

পল্লবী সব জেনেও কেন সাইবার অপরাধদমন শাখাকে জানাননি? অভিনেত্রীর কথায়, “জানিয়েছি। লালবাজার থেকে বলা হয়েছে, ভুয়ো অ্যাকাউন্টধারী সকলের সঙ্গে ‘বন্ধুত্ব’ পাতিয়েছে। প্রচুর অনুসরণকারী তার। তাই রাতারাতি কিছু সম্ভব নয়। প্রতি দিন স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করতে হবে। সমস্যা মিটতে সময় লাগবে।” কিন্তু ধারাবাহিকের শুটিং সামলে প্রতি নিয়ত স্থানীয় থানায় যাওয়ার সময় পান না পল্লবী। ফলে, ভুয়ো অ্যাকাউন্টধারীর পোয়াবারো! “ছোট বেলায় মা-বাবাকে হারিয়ে ফেলে রোজ যন্ত্রণায় ভুগি। হঠাৎ এক দিন কেনই বা এত দুঃখপ্রকাশ করব? নিজের দুঃখ ব্যক্তিগত রাখব বলেই তো ফেসবুকে আমার কোনও ‘অ্যাকাউন্ট’ বা ‘পাতা’ নেই।”

Advertisement
আরও পড়ুন