karishma kapoor

Karishma Kapoor: মেয়েকে নিয়ে পার্ক স্ট্রিটের রেস্তরাঁয় জমিয়ে খেলেন করিশ্মা, কী ছিল তালিকায়?

এক মাস হল এ শহরে আছেন। রবিবারের দুপুরে মেয়েকে নিয়ে খেতে বেরোলেন করিশ্মা কপূর। পার্ক স্ট্রিটের রেস্তরাঁয় তার পর জমিয়ে খানাপিনা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জুন ২০২২ ১৮:৪১
কলকাতায় শ্যুটিং করছেন করিশ্মা

কলকাতায় শ্যুটিং করছেন করিশ্মা

এক মাস হল কলকাতায় করিশ্মা কপূর। নতুন ওয়েব সিরিজ ‘ব্রাউন’-এর শ্যুটিং চলছে পুরোদমে। কখনও চায়না টাউনের অলিগলি, কখনও বা বাওয়ালি রাজবাড়ি— শহরের নানা জায়গায় ইউনিট নিয়ে সদলবলে হাজির হচ্ছেন পরিচালক অভিনয় দেও। নিরাপত্তার ঘেরাটোপে শ্যুটিং। তবু কলকাতায় এসে নিজেকে কি বন্দি করে রাখা যায়! তাই একটু ফাঁক পেতেই বেরিয়ে পড়লেন করিশ্মা কপূর। মেয়েকে নিয়ে সোজা রেস্তরাঁয়!

খাদ্যরসিকের শহর। জমিয়ে ভূরিবোজ মানেই এখনও ঠিকানা পার্ক স্ট্রিট। সকন্যা কপূর খানদানের বড় মেয়েরও গন্তব্য সেখানেই। বহু পুরনো, ঐতিহ্যবাহী রেস্তরাঁয়। মেয়ে সামাইরা এবং মা করিশ্মার মধ্যাহ্নভোজের ঠিকানা। কিন্তু কী কী খেলেন দু’জনে মিলে? সূত্রের খবর হরেক রকম পদ অর্ডার দিয়েছিলেন নায়িকা। তালিকায় কালি ডাল, কুলচা, মটন রোগানজোশ, স্প্যাগেটি।

Advertisement

শুধু কব্জি ডুবিয়ে খাওয়াই নয়, লাইভ গানের সঙ্গে দিব্যি তাল মিলিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী।অভীক বড়ুয়ার লেখা ‘সিটি অব ডেথ’ অবলম্বনে সিরিজ। করিশ্মা ছাড়াও তাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। অতিথি শিল্পী হিসেবে থাকছেন আবির চট্টোপাধ্যায়। কলকাতার অনেক শিল্পীকে এই সিরিজে দেখতে পাবেন দর্শক।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন