Poila Baishakh Celebration 2025

সাহেব ফুচকা খাইয়ে দিতেই খুশি সুস্মিতা! ধুতি-পাঞ্জাবিতে ফ্যাশন শো মাতিয়ে দিলেন গৌরব

ধারাবাহিকের দুই পরিবার মিলেমিশে একাকার। ফ্যাশন শো-এর আগে কব্জি ডুবিয়ে খাওয়াদাওয়া। তার পর?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ২০:৩০
বাংলা নববর্ষের উদ্‌যাপনে গৌরব চট্টোপাধ্যায়, ঋতব্রতা, সাহেব ভট্টাচার্য, সুস্মিতা দে।

বাংলা নববর্ষের উদ্‌যাপনে গৌরব চট্টোপাধ্যায়, ঋতব্রতা, সাহেব ভট্টাচার্য, সুস্মিতা দে। ছবি: সংগৃহীত।

দুর্গাপুজো থেকে বাংলা নববর্ষ— ছোট পর্দায় বাদ যায় না কিছু। পরিবারের সকলকে নিয়ে উদ্‌যাপনের পর বাঙালির অন্দরমহলে হাপিত্যেশ অপেক্ষা, অমুক ধারাবাহিকে পয়লা বৈশাখ উপলক্ষে কী কী হল? অনেক সময়েই নির্দিষ্ট দিন পেরিয়ে যায়। তার পর ধারাবাহিকে শুরু হয় উদ্‌যাপন। এ বছর কিন্তু দিনের দিনে অর্থাৎ, ১৫ এপ্রিল স্টার জলসা চ্যানেলে সন্ধ্যা থেকে এক ঘণ্টার মহাপর্ব। সেখানে ‘কথা’ আর ‘তেঁতুলপাতা’ ধারাবাহিক এক হয়ে উল্লাসে মাতবে।

Advertisement

বাঙালির উৎসবে আর কিছু থাক না থাক, খানাপিনার দেদার আয়োজন। ‘তেঁতুলপাতা’ পরিবার হাসিমুখে নিয়েছে এই দায়িত্ব। শুধু ভূরিভোজ নয়, ‘কথা’ পরিবারকে তারা নিয়ে গিয়েছে তাদের বাড়ি শিমূলপুরায়। খোলামেলা বাড়িতে জমজমাট আয়োজন। রোল থেকে ফুচকা— বাঙালির প্রিয় সব খাবার সেখানে। ‘কথা’ ওরফে সুস্মিতা দে-র ফুচকা খাওয়া ভাইরাল। ‘এভি’ সাহেব ভট্টাচার্য আদর করে একের পর এক ফুচকা খাইয়ে দিচ্ছেন তাঁকে। তিনিও সোনামুখ করে খাচ্ছেন! বাকিরা তত ক্ষণে রসিকতা জুড়েছেন, “সাহেব খাওয়াচ্ছেন বলেই কি ফুচকা এত স্বাদু?”

ও দিকে ফ্যাশন শো নিয়ে ধুন্ধুমার কাণ্ড। শখ করে শাড়ি পরে নিজে সেজেছেন ঋতব্রতা ওরফে ‘তেঁতুলপাতা’র নায়িকা ‘ঝিল্লি’। বাকিদেরও সাজিয়েছেন। সকলে যখন মার্জার সরণিতে হাঁটবেন বলে তৈরি, তখনই হাজির ঝিল্লির ননদ শ্রীতমা ভট্টাচার্য। লক্ষ্য একটাই, সব ভন্ডুল করতে হবে। ঝিল্লিও কি এত সহজে হার মানার পাত্রী? বিশেষ করে নায়ক গৌরব চট্টোপাধ্যায় যখন ধুতি-পাঞ্জাবিতে সুন্দর করে সেজেছেন! এ ভাবেই নববর্ষের হুল্লোড় ছোট পর্দা জুড়ে।

Advertisement
আরও পড়ুন