Actress

গেরুয়া বিকিনিতে ‘হট’ চান্দ্রেয়ী!

সক্কাল সক্কাল নেটাগরিকদের ঘাম ছুটিয়ে দিয়েছেন চান্দ্রেয়ী ঘোষ। মুখে ঝামাও ঘষে দিয়েছেন  সেই নিন্দুকদের যারা বলেন, বাঙালি নায়িকারা নাকি বলিউড তারকাদের মতো ‘হট’ নয়! 

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২১ ১২:১১
 চান্দ্রেয়ী ঘোষ, অভিনেত্রী।

চান্দ্রেয়ী ঘোষ, অভিনেত্রী।

পায়ে উল্কি। গায়ে গেরুয়া বিকিনি। এই সাজেই সক্কাল সক্কাল নেটাগরিকদের ঘাম ছুটিয়ে দিয়েছেন চান্দ্রেয়ী ঘোষ। মুখে ঝামাও ঘষে দিয়েছেন সেই নিন্দুকদের যারা বলেন, বাঙালি নায়িকারা নাকি বলিউড তারকাদের মতো ‘হট’ নয়!
রোদের সামনেও তিনি বেপরোয়া।
গেরুয়া রোদচশমায় চোখ ঢেকে সুইমিং পুলের ধারে অভিনেত্রী আধশোয়া বেতের আরামকেদারায়। তাঁকে উন্মুক্ত পায়ের পাশে রাখা বাহারি টুপি।

Advertisement
 রোদচশমা চোখে সুইমিং পুলের ধারে অভিনেত্রী ।

রোদচশমা চোখে সুইমিং পুলের ধারে অভিনেত্রী ।

সাজসজ্জায় এত গেরুয়া রঙের বাহুল্য কেন! তাই দেখে ইতিমধ্যেই দুইয়ে দুইয়ে চার করার চেষ্টাও করছেন নেটাগরকেরা। বাকিদের মতো আগামী দিনে তিনি কি ‘পদ্ম’ হয়ে ফুটতে চাইছেন? তারই ইঙ্গিত ছবিতে? আনন্দবাজার ডিজিটাল ফোনে ধরতেই সমস্ত সম্ভাবনাই নস্যাৎ করেছেন চান্দ্রেয়ী। দাবি, বিজেপি কেন আপাতত কোনও দলেই নেই তিনি। রাজনীতিতে আসছেন না এক্ষুণি।

আপাতত তিনি মাসাজ নিচ্ছেন আরাম করে!

Advertisement
আরও পড়ুন