Adrit Roy

Adrit Roy: নভেম্বরেই বিয়ে ‘মিঠাই’-এর নায়ক আদৃতের, কার ভাগ্যে শিকে ছিঁড়ল?

দুই পরিবারের মধ্যে সম্পর্ক অনেক দিনের। আদৃতের হবু শ্বশুরমশাই মুম্বইয়ের নামকরা শিল্প পরিচালক। 

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ জুলাই ২০২১ ১৩:১৮
আদৃত রায়

আদৃত রায়

বিয়ে করতে চলেছেন ‘মিঠাই’-এর নায়ক অভিনেতা আদৃত রায়। ‘মিঠাই’-এর নায়ক তাঁর ১০ বছরের প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন নভেম্বরে। টেলিপাড়ায় গত কয়েক মাস ধরে এই খবর নিয়ে মাতামাতি চলেছে চুপি চুপি। পাত্রীর নাম সুপ্রিয়া। দুই পরিবারের মধ্যে সম্পর্ক অনেক দিনের। আদৃতের হবু শ্বশুরমশাই মুম্বইয়ের নামকরা শিল্প পরিচালক।

একইসঙ্গে পর্দায় মিঠাই ও সিদ্ধার্থের (আদৃতের চরিত্রের নাম) ফুলশয্যা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সমস্ত ধারাবাহিকের সব রেকর্ড ভেঙে গত সপ্তাহেও এই ধারাবাহিক ১০.৯ পেয়ে ‘বাংলা সেরা’-র শিরোপা পেয়েছে। তারই মধ্যে নায়কের বাস্তব জীবনেও বিয়ের সানাই বেজে উঠল বলে।

Advertisement

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনও দিন মুখ খোলেননি অভিনেতা। তাঁর প্রেমিকার সঙ্গে ছবিও বিশেষ নজরে আসেনি নেটমাধ্যমে। আচমকাই তাঁর বিয়ের খবর শোনা গেল টেলিপাড়ায়। কিন্তু আনন্দবাজার অনলাইনের তরফে আদৃতকে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর ফোন বেজে যায়।

Advertisement
আরও পড়ুন