Aishwarya Rai-Abhishek Bachchan

আরাধ্যার পর নতুন অতিথি অভিষেক-ঐশ্বর্যার জীবনে! শোনা মাত্রই কী বললেন জুনিয়র বচ্চন?

অভিষেক-ঐশ্বর্যার বিবাহবিচ্ছেদের সঙ্গে ছিল অভিষেকের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ। তাই বলে আরাধ্যার নতুন খেলার সঙ্গী? সে কথা শুনেই লাজুক হাসলেন জুনিয়র বচ্চন!

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ১০:৫৯
আরাধ্যার ১৩ হতেই নতুন খবর ঐশ্বর্যা-অভিষেকের জীবনে!

আরাধ্যার ১৩ হতেই নতুন খবর ঐশ্বর্যা-অভিষেকের জীবনে! ছবি: সংগৃহীত।

সদ্য ১৩ বছরে পা দিয়েছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাইয়ের কন্যা আরাধ্যা বচ্চন। মেয়ে এখন পুরোপুরি কিশোরী। এ বার কী তা হলে আরাধ্যার খেলার সঙ্গী আসতে চলেছে? প্রশ্নটা করেছিলেন অভিনেতা রিতেশ দেশমুখ তাঁর অনুষ্ঠান ‘কেস বনতা হ্যায়'- এ। এর মাঝে অবশ্য ঐশ্বর্যা ও অভিষেকের সম্পর্কের সমীকরণ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে বলিপাড়ায়। তাঁদের বিবাহবিচ্ছেদের খবরে মুখরিত বলিপাড়া। সঙ্গে অভিষেকের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ। কিন্তু আরাধ্যার নতুন খেলার সঙ্গীর কথা শুনেই লাজুক হাসি হাসেন জুনিয়র বচ্চন। পাল্টা জবাব দিয়ে কী জানান রিতেশকে?

Advertisement

প্রায় গত এক বছর ধরে তাঁদের বিবাহবিচ্ছেদে জল্পনা চলছে। তাতে উস্কানি পড়ছে নানা ঘটনায়। সম্প্রতি দুবাইয়ে একটি অনুষ্ঠানে নিজের নাম থেকে বচ্চন পদবি সরিয়ে ফেলেন ঐশ্বর্যা। ফিরে যান তাঁর বিয়ের আগের পদবিতে। অথচ এক সময় এই বচ্চন পদবি তিনি গর্বের সঙ্গে উচ্চারণ করতেন।

তবে এ সবের মাঝে মুম্বইয়ের এক খ্যাতনামী রেডিয়োলোজিস্টের বাড়ির অনুষ্ঠানে স্বামী অভিষেকের সঙ্গে হাতে হাত রাখে হাজির হতেই সমস্ত গুঞ্জন নস্যৎ করেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। কিন্তু রিতেশ বছর খানেক আগেই তাঁর অনুষ্ঠানে জিজ্ঞেস করেছিলেন আপনাদের বাড়িতে অমিতাভ, ঐশ্বর্যা, আরাধ্যা, অভিষেকের নাম ইংরাজী ‘এ’ দিয়ে শুরু শুধু জয়া বচ্চন ও শ্বেতা ছাড়া। তাতেই অভিষেক বলেন, ‘‘এটাই যেন প্রথা হয়ে গিয়েছে।’’ অভিষেককে রিতেশ প্রশ্ন করেন ‘‘জয়া আন্টি কোনও দোষ করেছিলেন।’’ অভিনেতা বলেন, ‘‘পরবর্তী প্রজন্মে এলে তখন হয়তো বদল হবে।’’ রিতেশ পাল্টা জানতে চান তবে আরাধ্যার পর নতুন অতিথি আসছে? অভিষেক অবশ্য প্রশ্ন শুনেই লাজুক হাসেন বলেন, ‘‘বয়সটা তো দেখতে হবে নাকি।’’

Advertisement
আরও পড়ুন