Laapataa Ladies

অস্কার দৌড়ে আর নেই ‘লাপতা লেডিজ়’, বিবৃতি প্রকাশ করলেন আমির-কিরণ, কী বললেন জুটি?

তাঁর পরিচালিত ছবি অস্কারে দেশের প্রতিনিধিত্ব করছে বলে তিনি যে গর্বিত, সে কথাও জানিয়েছিলেন কিরণ। কিন্তু তাঁদের এই স্বপ্নপূরণ হয়নি। তাতেই খানিক হতাশ।

Advertisement
কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৮:১৭
প্রতিক্রিয়া জানালেন আমির-কিরণ!

প্রতিক্রিয়া জানালেন আমির-কিরণ! ছবি: সংগৃহীত।

কিরণ রাও পরিচালিত ছবি ‘লাপতা লেডিজ়’ অস্কারে দেশের মুখ উজ্জ্বল করবেন, এমনই আশা ছিল দর্শকের একাংশের। কিন্তু স্বপ্নভঙ্গ হল। গত সেপ্টেম্বর মাসে ‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’র তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, আগামী বছরে অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবে আমির খান প্রযোজিত ছবিটি। তার পর থেকে ওটিটিতে এই ছবি নিয়ে শুরু হয় হইহই। তবে অস্কারের দৌড় থেকে ছিটকে গেল এই ছবি। কী ভাবছেন পরিচালক-প্রযোজক জুটি, জানালেন তাঁদের দলের সদস্যেরা।

Advertisement

গত অক্টোবর মাসে অস্কারের জন্য আমির এবং কিরণ মার্কিন মুলুকে ‘লাপতা লেডিজ়’-এর প্রচার শুরু করেন। সেই মতো বিদেশি দর্শকের কথা মাথায় রেখে ছবির নাম বদলে রাখা হয় ‘লস্ট লেডিজ়’। তাঁর পরিচালিত ছবি অস্কারে দেশের প্রতিনিধিত্ব করছে বলে তিনি যে গর্বিত, সে কথাও জানিয়েছিলেন কিরণ। কিন্তু তাঁদের এই স্বপ্নপূরণ হয়নি। তাতেই খানিক হতাশ। আমির খানের প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, ‘লাপতা লেডিজ়’ অস্কারে সাফল্য না পাওয়ায় তাঁরা হতাশ। এই যাত্রাপথে সকলের তরফে যে সহযোগিতা ও ভালবাসা পেয়েছেন তাতে তাঁরা কৃতজ্ঞ। পাশাপাশি তাঁরা এ-ও বলেন, ‘‘আমির খান প্রযোজনা সংস্থার তরফে আমরা অ্যাকাডেমি পুরস্কার বিচারকদের কৃতজ্ঞতা জানাতে চাই, বিশ্বের সেরা ছবিগুলির সঙ্গে এই ছবিটি বেছে নেওয়ার জন্য। কৃতজ্ঞতা দর্শকের প্রতি, যাঁরা এই ছবিটিকে এতটা ভালবাসা দিয়েছেন।’’

Advertisement
আরও পড়ুন