Pushpa 2: The Rule

উত্তর ভারতের প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ‘পুষ্পা ২’? প্রকাশ্যে এল আসল সত্য

হিন্দি ভাষায় এই ছবি নজির গড়েছে। মুক্তির পর থেকে হিন্দি ভাষায় এই ছবি ৬০০ কোটি টাকার ব্যবসা করেছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৬:১৬
A trade analyst claimed that cinema halls in North India are removing Pushpa 2: The Rule

ফের বিতর্ক ‘পুষ্পা ২’ নিয়ে? ছবি: সংগৃহীত।

প্রতিনিয়ত নতুন নজির গড়েছে অল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’। প্রথম দিন থেকে বক্স অফিসে আলোড়ন ফেলেছে এই ছবি। একাধিক ভাষায় এই ছবি নজরকাড়া ব্যবসা করেছে। তবে সাফল্যের পাশাপাশি বিতর্কও এই ছবির পিছু ছাড়ছে না। খবর ছড়ায়, উত্তর ভারতের প্রতিটি প্রেক্ষাগৃহ থেকেই নাকি সরিয়ে দেওয়া হচ্ছে এই ছবি। সুকুমার পরিচালিত এই ছবি নিয়ে বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি মন্তব্য করেন সিনেবিশেষজ্ঞ মনোবালা বিজয়াবালন।

Advertisement

তিনি সমাজমাধ্যমে লেখেন, “আগামীকাল (শুক্রবার) উত্তর ভারতের পিভিআর, আইনক্স প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হবে ‘পুষ্পা ২: দ্য রুল’।” মুহূর্তে ছড়িয়ে পড়ে এই পোস্ট। তার কিছু ক্ষণ পরেই ফের সমাজমাধ্যমে তাঁর দাবি ফিরিয়ে নেন সিনেবিশেষজ্ঞ। তিনি লেখেন, “একটি সমস্যা হয়েছিল। তবে তার সমাধান হয়ে গিয়েছে। এক এক করে প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে ছবি।”

হিন্দি ভাষায় এই ছবি নজির গড়েছে। মুক্তির পর থেকে হিন্দি ভাষায় এই ছবি ৬০০ কোটি টাকার ব্যবসা করেছে। তবে সারা বিশ্বে অল্লু অর্জুন অভিনীত এই ছবি ১৫০৮ কোটি টাকার ব্যবসা করেছে। ছবিমুক্তির আগে থেকেই অনুরাগীদের আগ্রহ তুঙ্গে।

করোনা অতিমারীর সময় মুক্তি পেয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ়’। সেই সময় মানুষকে প্রেক্ষাগৃহে ফিরিয়েছিল অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানার এই ছবি। তাই এই ছবি নিয়েও উত্তেজনা প্রথম থেকেই তুঙ্গে। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে ছিল এই ছবির প্রদর্শন। উপস্থিত ছিলেন অল্লুও। উপচে পড়া ভিড়ে সে দিন পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। অভিযোগ দায়ের হয় দক্ষিণী তারকার বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতারও করা হয় অল্লুকে। তবে সেই দিনই তাঁকে অন্তর্বর্তী জামিন দেয় তেলঙ্গানা হাইকোর্ট।

Advertisement
আরও পড়ুন