A.R.Rahman Divorce

অপারগ রহমানের স্ত্রী সায়রা, বিচ্ছেদ মানলেন সুরকার, কেমন আছেন তাঁদের তিন সন্তান?

রহমান ও সায়রার তিন সন্তান রয়েছে। দুই মেয়ে খাতিজা ও রহিমা। ছেলে আমিন। বাবা-মায়ের বিচ্ছেদের খবরে কেমন আছেন তাঁরা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১২:৫০
রহমান-সায়রার বিচ্ছেদের পর কেমন আছেন তিন সন্তান?

রহমান-সায়রার বিচ্ছেদের পর কেমন আছেন তিন সন্তান? ছবি: সংগৃহীত।

ভেবেছিলেন ৩০তম বিবাহবার্ষিকীটা একসঙ্গেই কাটাবেন। কিন্তু তা আর হল কই? তাল কাটল এআর রহমানের জীবনে। দাম্পত্য জীবনের ২৯টা বসন্ত পার করার পর স্ত্রী সায়রা বানুর থেকে আলাদা হচ্ছেন সুরকার। তিক্ত সম্পর্কের জেরেই নাকি অস্কার প্রাপ্ত সুরকারের স্ত্রী এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। নিজে কিছু না জানালেও আইনজীবী মারফত এই বিবৃতি দেন। পাল্টা পোস্ট করেন রহমান নিজেও। তবে রহমান ও সায়রা তিন সন্তানের বাবা-মা। দুই মেয়ে খাতিজা, রহিমা ও ছেলে আমিন রয়েছে তাঁদের ঘরে। খাতিজা এখন বিবাহিত। বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন রহিমা ও আমিন।

Advertisement

ইনস্টাগ্রামে একটি পোস্ট ভাগ করে রহিমা সকলের কাছে তাঁদের জন্য প্রার্থনা করার অনুরোধ জানান। একটি সংক্ষিপ্ত পোস্টে রহিমা লেখেন, ‘‘এটা ওঁদের ব্যক্তিগত জীবন। সেখানে আমরা উপদেশ দেওয়ার কেউ নই। ওঁরা জানেন ওঁরা কী করছেন এবং তার পরিণাম নিয়েও অবগত। ওঁদের তেমনই থাকতে দেওয়া হোক।’’ রহমানের ছেলেকে যে কোনও অনুষ্ঠানে বাবার সঙ্গেই দেখা যায়। তিনিও বাবার মতোই সুরকার। পরিবার এই মুহূর্তে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তাই রহমান নিজেও এই সময় তাঁদের ব্যক্তিগত পরিসর অক্ষুণ্ণ রাখার অনুরোধ জানিয়েছেন। একই সুর ছেলে আমিনের কণ্ঠে। তিনি বলেন, ‘‘সকলকে অনুরোধ করব এমন একটা সময় আমাদের বিরক্ত করবেন না।’’

কেন এই বিচ্ছেদ? সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ জানিয়েছেন, দীর্ঘ তিক্ততা এই বিচ্ছেদের নেপথ্য কারণ। উভয় পক্ষই আপ্রাণ চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে। কিন্তু তা আর সম্ভব নয়। ফলে দীর্ঘ দাম্পত্যের পর এই সিদ্ধান্ত নিতে যথেষ্ট কষ্ট হয়েছে তাঁর। কিন্তু সায়রা অপারগ।

Advertisement
আরও পড়ুন