পশ্চিমবঙ্গ পুলিশ। সংগৃহীত ছবি।
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এমনটা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাঁদের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আইন নিয়ে যাঁদের পড়াশোনা আছে, তাঁরা চাকরির সুযোগ পাবেন। চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। এর জন্য আগ্রহীদের অনলাইন বা অফলাইনে আবেদন জানাতে হবে।
পশ্চিমবঙ্গ পুলিশে সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট বা পরামর্শদাতা পদে হবে নিয়োগ। মোট শূন্যপদের সংখ্যা বা নিযুক্তদের পারিশ্রমিকের পরিমাণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্ট পদে এক বছরের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর পরে তাঁদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইনে স্নাতক হওয়ার পরে রেজিস্টার্ড লিগ্যাল প্র্যাক্টিশনার বা আইনজীবীও হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানা বা মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইট দেখে নিতে হবে।