ICAR Recruitment 2025

ইয়ং প্রফেশনাল পদে কর্মী নিয়োগ, কী ভাবে হবে যোগ্যতা যাচাই?

মোট চারটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের জন্য ৩০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ১৬:০৪
Indian Agricultural Research Institute.

ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের তামিলনাড়ুর ওয়েলিংটন ক্যাম্পাস। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর)-এ কর্মখালি। প্রতিষ্ঠানের ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের তামিলনাড়ুর ওয়েলিংটন ক্যাম্পাসে কাজের জন্য ইয়ং প্রফেশনাল প্রয়োজন। ওই পদে চার জনকে নিয়োগ করা হবে।

Advertisement

আবেদনকারীদের এগ্রিকালচারাল অ্যান্ড অ্যালায়েড সায়েন্সস কিংবা সমতুল্য বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন। এ ছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ৩৫ বছর হওয়া প্রয়োজন।

নিযুক্ত ব্যক্তির জন্য প্রতি মাসে ৩০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে তাঁকে নিয়োগ করা হবে। পরে ওই মেয়াদ আরও দু’বছরের জন্য বৃদ্ধি করা হতে পারে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইন্টারভিউয়ের জন্য আগ্রহীদের আবেদনপত্র-সহ অন্যান্য নথি সঙ্গে রাখা আবশ্যক। ইন্টারভিউ ১৮ এপ্রিল ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের ওয়েলিংটন ক্যাম্পাসে নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন