ICMR NIN Recruitment 2023

আইসিএমআর-এর অধীনস্থ সংস্থায় দ্বাদশ উত্তীর্ণদের কাজের সুযোগ, শূন্যপদ ক’টি?

প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বাদশ উত্তীর্ণদের পাশাপাশি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদেরও বিশেষ পদে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৭
ICMR-National Institute of Nutrition.

ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সংস্থায় কর্মখালি। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে প্রজেক্ট লোয়ার ডিভিশন ক্লার্ক এবং প্রজেক্ট কনসালট্যান্ট পদে প্রার্থী প্রয়োজন।

Advertisement

কাদের নিয়োগ করা হবে?

প্রজেক্ট লোয়ার ডিভিশন ক্লার্ক পদে দ্বাদশ উত্তীর্ণদের নিয়োগ করা হবে। তাঁদের প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা থাকা প্রয়োজন। অনূর্ধ্ব ২৫ বছর বয়সি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ তিনটি। পারিশ্রমিক ১৬,০০০ টাকা।

প্রজেক্ট কনসালট্যান্ট পদে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের নিয়োগ করা হবে। তাঁদের অন্তত ১০ বছর অ্যাডমিনিস্ট্রেশন কিংবা ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। দু’টি পদে নিয়োগ করা হবে। পারিশ্রমিক ৬০,০০০ টাকা।

আবেদন এবং নিয়োগ সংক্রান্ত শর্তাবলি:

প্রার্থীদের ‘ডায়েট অ্যান্ড বায়োমেকার স্টাডি ইন ইন্ডিয়া’ শীর্ষক গবেষণা প্রকল্পে কাজ করতে হবে।

  • প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।
  • প্রাথমিক ভাবে এক বছরের জন্য সংশ্লিষ্ট পদে কাজ করতে হবে।
  • ৬ ডিসেম্বর ইন্টারভিউ নেওয়া হবে।
  • ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে আগ্রহীদের উপস্থিত থাকতে হবে।

পদ এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন