BDL Recruitment 2024

ভারত ডায়নামিক্স লিমিটেডে শিক্ষানবিশ প্রয়োজন, ১৫০ জনকে দেওয়া হবে প্রশিক্ষণ

বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) থেকে শংসাপত্র অর্জন করেছেন, এমন ব্যক্তিরা অ্যাপ্রেন্টিস হিসাবে প্রশিক্ষণ নিতে পারবেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৬:৪০
Bharat Dynamics Limited.

ভারত ডায়নামিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত।

ভারত ডায়নামিক্স লিমিটেডে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে ১৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। এই বিষয়ে প্রতিষ্ঠানের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রশিক্ষণ চলাকালীন সেন্ট্রাল অ্যাপ্রেন্টিসশিপ কাউন্সিলের অনুমোদিত নিয়মানুসারে নিযুক্তদের ভাতা দেওয়া হবে। কী ভাবে আবেদন করা যাবে, কারা আবেদন করতে পারবেন, সেই সম্পর্কে রইল বিশদ তথ্য।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) শংসাপত্র অর্জন করেছেন, এমন ব্যক্তিরা শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণ নিতে পারবেন। তাঁদের দশম উত্তীর্ণ হওয়া আবশ্যক।

বয়স:

সংশ্লিষ্ট পদে ১৮ থেকে ৩০ বছর বয়সিদের আবেদন গ্রহণ করা হবে।

কী ভাবে আবেদন করা যাবে?

বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাট অনুযায়ী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীদের মেধার নিরিখে যোগ্যতা যাচাই করা হবে। আবেদনের শেষ দিন ২৫ নভেম্বর। তবে, ডাকযোগে আবেদন ৬ ডিসেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। এ বিষয়ে সবিস্তার জানার জন্য সংস্থার ওয়েবসাইট দেখে নিতে পারেন।

আরও পড়ুন
Advertisement