IIMC Recruitment 2024

গণজ্ঞাপনে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের কাজের সুযোগ, জেনে নিন আবেদনের শর্তাবলি

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশনের ক্যাম্পাস রেডিয়ো স্টেশনের জন্য প্রোগ্রাম প্রেজেন্টার প্রয়োজন। ওই পদে নিযুক্ত ব্যক্তির মাসিক বেতন হবে ৩০ হাজার টাকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ১৭:২৬
Indian Institute of Mass Communication.

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন। ছবি: সংগৃহীত।

গণজ্ঞাপনে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের জন্য রয়েছে কাজের সুযোগ। কেন্দ্রীয় সংস্থার তরফে এ বিষয়ে একটি সবিস্তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশনের আইজ়ল এবং অমরাবতী ক্যাম্পাসের কমিউনিটি রেডিয়ো স্টেশনের জন্য প্রয়োজন এমন প্রার্থী। আবেদনের জন্য শর্তাবলিগুলি জেনে নিন।

Advertisement

কোন পদে প্রয়োজন প্রার্থী?

শিক্ষা প্রতিষ্ঠানের কমিউনিটি রেডিয়ো ‘আপনা রেডিয়ো ৯০.০ এফএম’-এর জন্য প্রোগ্রাম প্রেজেন্টার প্রয়োজন।

শিক্ষাগত যোগ্যতা:

উল্লিখিত পদে গণজ্ঞাপন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বা পড়ুয়ারা আবেদন করতে পারবেন। তবে, উল্লিখিত বিষয়ে স্নাতকদের আবেদনও গ্রহণ করা হবে।

অভিজ্ঞতা এবং দক্ষতা:

  • প্রার্থীদের কমিউনিটি রেডিয়োয় আগে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে।
  • অন্তত তিন বছর কোনও সম্প্রচার মাধ্যমে প্রোডিউসার / প্রেজেন্টার / প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট / ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে আগে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
  • কথা বলার বিষয়ে সাবলীল হতে হবে। সহজ ভাষায় দ্রুত কোনও বিষয় বোঝানোর দক্ষতা থাকা আবশ্যক।
  • হিন্দি, ইংরেজির পাশাপাশি মরাঠি এবং মিজ়ো ভাষায় দক্ষ হতে হবে।
  • প্রোগ্রাম সম্পাদনা এবং সম্প্রচারের কাজ জানলে ভাল।

কাজের ধরন:

নির্বাচিত ব্যক্তিরা প্রাথমিক ভাবে ছ’মাস কাজ করতে পারবেন। পরবর্তী কালে তাঁদের কাজের নিরিখে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বয়স:

অনূর্ধ্ব ৩৫ বছর বয়সি প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে।

বেতন:

নিযুক্ত ব্যক্তিকে মাসে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

আগ্রহীরা ইমেল মারফত জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি পাঠাতে পারবেন। আবেদন পাঠানোর শেষ দিন ৩০ জুন, ২০২৩। নিয়োগ সংক্রান্ত আরও তথ্যের জন্য প্রার্থীদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশনের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আরও পড়ুন
Advertisement