NDRI recruitment 2023

অবসরপ্রাপ্তদের কাজের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সংস্থা, জেনে নিন আবেদনের শর্তাবলি

কেন্দ্র বা রাজ্য সরকার অধীনস্থ সংস্থায় কাজ করেছেন, এমন আধিকারিকদের আবেদন গ্রহণ করা হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৩ ১২:১৫
ICAR-National Dairy Research Institute.

ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট, হরিয়ানা। ছবি: সংগৃহীত

মেডিক্যাল কনসালট্যান্ট পদে কেন্দ্রীয় সংস্থায় কর্মখালি। প্রার্থীদের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের অধীনস্থ ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউটে নিয়োগ করা হবে। অনূর্ধ্ব ৬২ বছর বয়সি প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই) অনুমোদিত যে কোনও বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীদের নিয়োগ করা হবে। পাশাপাশি, আবেদনকারীদের এমসিআই-তে বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে।

যোগ্যতা:

কেন্দ্র/ কেন্দ্র অধীনস্থ সংস্থায় মেডিক্যাল অফিসার পদে অবসরপ্রাপ্ত প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। ন্যূনতম ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

এই পদে এক বছর চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। ডাকযোগে প্রার্থীদের আবেদনপত্র পাঠাতে হবে। ১৬ অগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট পদের জন্য আবেদন গ্রহণ করা হবে। সবিস্তারে জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আরও পড়ুন
Advertisement