UBKV Recruitment 2023

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ, কোন বিভাগে, কত জনকে নিয়োগ করা হবে?

নিযুক্ত ব্যক্তিকে এক ঘণ্টার থিওরি ক্লাস এবং দু’ঘণ্টার প্র্যাক্টিক্যাল ক্লাসের জন্য যথাক্রমে ৮০০ এবং ১০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৩ ১৭:১৪
Uttar Banga Krishi Vishwavidyalaya

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

কোচবিহারের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ রয়েছে। অস্থায়ী ভাবে প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি অফ টেকনোলজিতে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এর জন্য আগে থেকে প্রার্থীদের আলাদা ভাবে আবেদন করতে হবে না।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য পার্ট টাইম গেস্ট লেকচারার বা আংশিক সময়ের অতিথি শিক্ষক পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে একটি। আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২১ থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তিকে এক ঘণ্টার থিওরি ক্লাস এবং দু’ঘণ্টার প্র্যাক্টিক্যাল ক্লাসের জন্য যথাক্রমে ৮০০ এবং ১০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। এ ছাড়াও অন্যান্য কাজের দায়িত্বভারের উপর নির্ভর করে প্রতিষ্ঠানের তরফে নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক দেওয়া হবে।

আবেদন জানাতে প্রার্থীদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেকের পর এমটেকে ন্যূনতম ৫৫ শতাংশ থাকতে হবে। যাঁদের এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেকের পর ফার্ম মেশিনারি অ্যান্ড পাওয়ার-এ এমটেকে ন্যূনতম ৫৫ শতাংশ রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রার্থীদের ইউজিসি নেট/ সিএসআইআর নেট/ স্লেট/ সেট পাশের যোগ্যতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

আগামী ২২ নভেম্বর দুপুর ১২টায় প্রতিষ্ঠানের রেজিস্ট্রারের কক্ষে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের একটি ১০ মিনিটের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজ়েন্টেশনও দিতে হবে। ওই দিন আবেদনপত্র, জীবনপঞ্জি এবং অন্যান্য নথি প্রার্থীদের নিজেদের সঙ্গে রাখতে হবে। নিয়োগের বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন