সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা। সংগৃহীত ছবি।
কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে শিক্ষকতার সুযোগ। এই মর্মে কলেজের ওয়েবসাইটে বুধবার নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজের একটি বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহীদের এর জন্য অফলাইনে আবেদন করতে হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
কলেজের সমাজবিদ্যা বিভাগের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিকের বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের সমাজবিদ্যায় স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। তাঁদের বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। আবেদনকারীরা যদি নেট/ সেট উত্তীর্ণ হন বা তাঁরা পিএইচডি যোগ্যতাসম্পন্ন হন অথবা তাঁদের যদি কোনও ‘কোকারিক্যুলার অ্যাক্টিভিটি’-তে দক্ষতা থাকে, তা হলে তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীদের জীবনপঞ্জি, আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। সঙ্গে আবেদনমূল্য বাবদ ২০০০ টাকার ডিমান্ড ড্রাফটও পাঠাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৩০ এপ্রিল। এই বিষয়ে সবিস্তার জানতে প্রার্থীরা মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।