এনআইটি পটনা। সংগৃহীত ছবি।
পটনার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-তে শিক্ষকতার সুযোগ। এই মর্মে সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের অনলাইন এবং অফলাইন—উভয় মাধ্যমেই আবেদন জানাতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু বুধবার থেকে।
প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং এবং হিউম্যানিটিজ় ও সোশ্যাল সায়েন্সের বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে। নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড ২, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড ১, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর পদে। মোট শূন্যপদের সংখ্যা ৫৪। সরকারি নিয়ম মেনে এর মধ্যে কিছু আসন সংরক্ষিত রাখা হবে।
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড ২, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড ১, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর পদে নিযুক্তদের বেতন হবে মাসে যথাক্রমে মাসে ৭০,৯০০ টাকা, ১,০১,৫০০ টাকা, ১,৩৯,৬০০ টাকা এবং ১,৫৯,১০০ টাকা।
প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে, যা বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের প্রথমে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানানোর পর সমস্ত নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। অনলাইন এবং অফলাইনে আবেদনের শেষ দিন যথাক্রমে ২৫ এবং ৩০ এপ্রিল। এর পর প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পদগুলিতে নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।