Siliguri Municipal Corporation Recruitment

শিলিগুড়ি পুরনিগমে কর্মখালি, কোন কোন পদে নিয়োগ? বেতনই বা কত?

আবেদনের জন্য প্রার্থীর বয়স ৬৭ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। পাশাপাশি, যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৪ ১৮:০২
শিলিগুড়ি পুরনিগম।

শিলিগুড়ি পুরনিগম। ছবি: সংগৃহীত।

শিলিগুড়ি পুরনিগম দিচ্ছে কাজের সুযোগ। স্বাস্থ্য বিভাগে কাজ করতে হবে কর্মীদের। সম্প্রতি তাদের ওয়েবসাইটেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

পিটিএমও এবং আরএমও নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে রয়েছে এই কাজের সুযোগ। পিটিএমও পদে প্রতি মাসে ২৪ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৬৭ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। পাশাপাশি, যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হওয়া প্রয়োজন। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে প্রাপ্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা দরকার। এই পদে পাঁচ জনকে নেওয়া হবে। আরএমও পদে এক জনের জন্য শূণ্য আসন রয়েছে। তাঁর বয়স ৬৭ বছরের মধ্যে হওয়া দরকার। তিনি প্রতি মাসে ৪০ হাজার টাকা বেতন পাবেন। এই ক্ষেত্রেও কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হওয়া প্রয়োজন। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে প্রাপ্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা দরকার। তবে বাকি আরও শর্তাবলি প্রযোজ্য। সেগুলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে শিলিগুড়ি পুরনিগমের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিস্তারিত জীবনপঞ্জি এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্র ২১ মার্চ বিকেল সাড়ে ৪টে পর্যন্ত জমা দেওয়া যাবে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে শিলিগুড়ি পুরনিগমের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন