Jobs in Purba Burdwan 2023

পূর্ব বর্ধমানের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে কর্মী নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?

নিযুক্তদের মাসিক পারিশ্রমিকের পরিমাণ হবে ১৫,০০০ টাকা। এ ছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা মিলবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ ১৫:৩৯
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

রাজ্যের পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে কর্মী নিয়োগ করা হবে। শুক্রবার সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চুক্তির ভিত্তিতে পূর্ব বর্ধমানের বিভিন্ন মহকুমায় কর্মীদের নিয়োগ করা হবে। আগ্রহীদের এর জন্য অফলাইনে আবেদন করতে হবে।

Advertisement

নিয়োগ হবে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর (আশা) পদে। এর মধ্যে পূর্ব বর্ধমানের উত্তর সদর মহকুমার পাঁচটি ব্লক, দক্ষিণ সদর মহকুমার পাঁচটি ব্লক, কালনা মহকুমার একটি ব্লক এবং কাটোয়া মহকুমার পাঁচটি ব্লকে কর্মীদের নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ১৭। অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরাই পদগুলিতে আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। প্রথমে এক বছরের জন্য পদগুলিতে নিয়োগ করা হলেও কাজের ভিত্তিতে এই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। এই সময়কালে নিযুক্তদের মাসিক পারিশ্রমিকের পরিমাণ হবে ১৫,০০০ টাকা। এ ছাড়াও অন্যান্য সুযোগসুবিধা মিলবে।

আবেদনের জন্য প্রার্থীদের সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তরে পাশাপাশি পেশাদারি অভিজ্ঞতাও থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদে জানানো হয়েছে।

আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৪ নভেম্বর দুপুর ৩টে। এর পর বাছাই প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাদারি অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা, কম্পিউটার পরিচালনার দক্ষতা পরীক্ষার মাধ্যমে এই পদগুলিতে নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য জেলার প্রশাসনিক ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement